ইয়ামাহা নুতুন বাইক ২০১৭ Yamaha YS125 নিয়ে আসছে আকর্ষণীয় সব ফিচার।
এছাড়াও বলা হয়েছে ইয়ামাহা বাইকটির মান এমন যে অনেকে ৬০,০০০ মেইল চালানোর পরেও বাইকটির ইঞ্জিনের মান থেকে অক্ষুণ্ণ।
কিন্তু সম্প্রতি ইয়ামাহা এর রিপ্লেস্মেন্ট হিসেবে নিয়ে আসছে নতুন মোটরসাইকেল Yamaha YS125 ওয়াইএস ১২৫।
ওয়াই এস ১২৫ এ আছে ১২৫ সিসি ইঞ্জিন যা ১০.৫ বি পি এইচ ও ১০.৮ এন এম শক্তি উৎপাদন করে। নুতন ওয়াই এস ১২৫ এ ওয়াই বি আর ১২৫ এর মতোই গিয়ার আছে যা অনেক ফ্রেস ও স্পোর্টস স্টাইল সম্পন্ন। এর নুতন ডিজাইন করা ইঞ্জিনে কম ফুয়েল কনজিউম করে এবং ফুয়েল ট্যাঙ্ক ১৪ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন।
এটা ইউরো ৪ এমিশান মেনে চলে ও এর সাথে আছে ইউনিফায়েড ব্রেকিং সিস্টেম। যা কিছুটা হোন্ডা কম্বি ব্রেক সিস্টেম এর মতো যা হুইল বা ব্রেক প্যাডেল যেকোনো টা দিয়েই চালু করা যায়। ইয়ামাহা ওয়াই এস ১২৫ স্পোর্টস স্টাইল ও এর হেড লাইট নুতন ভাবে ডিজাইন করা যার চারিদিকে আছে কমপ্যাক্ট কোল।
খুব শক্তিশালী ট্যাঙ্ক সাথে এয়ার স্কুপ এবং এর আপসুয়েফট মাফ্লার একে দিয়েছে একটি সম্পূর্ণ লুক। এর ৭৯৫ উচ্চতার সিট বসার জন্য ভাল এবং ইয়ামাহা বলছে যে এই সিট আরোহীকে বাড়তি আরাম দেবে ।
Comments
Post a Comment