বাজারে আসছে নতুন অপ্প এফ ৩ সেলফি এক্সপার্ট ফোন (Selfie Expert Oppo F3)

বাজারে আসছে নতুন অপ্প এফ ৩ সেলফি এক্সপার্ট ফোন (Selfie Expert Oppo F3)


গ্রাহকদের সম্পূর্ন নতুন এক অভিনব স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে এই ফোন এ রয়েছে এক্সেপশনাল পারফরমেন্স, আকর্ষণীয় সেলফি ক্যামেরা এবং চমৎকার ডিসপ্লে আর অন্যতম ফিচার হল সেলফির এক অন্যরকম অভিজ্ঞতা।

ডিসপ্লে
অপ্পো এফ ৩ আছে ৫.৫ ইঞ্চির এইচডি (১০৮০*১৯২০ পিক্সেল) টি এফ টি ২.৫ ডি কার্ভড ডিস্প্লে সাথে রয়েছে করনিং গোরিলা গ্লাস ৫ প্রটেকশন এবং ৪০১ পিপি আই পিক্সেল ডেনসিটি ।
ফোন টিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ১.৩ ইঞ্চি সেন্সর সাথে এফ/২ এপার্চার এবং ডাবল ভিউ ক্যামেরা যেটায় ৮ মেগাপিক্সেল এর সেন্সর ব্যবহত হয়েছে। এই ফোনটি ক্যামেরা ফিচারগুল অসাধারন এতে আছে বিউটিফাই ৮.০ এপ, সেলফি পেনরোমা, স্ক্রিন ফ্ল্যাশ এবং পাম শাটার।
এই ফোনটিতে আরোও রয়েছে হোম বাটন এ ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ডুয়েল সিম(ন্যানো-সিম)। এটিতে ব্যবহৃত হয়েছে এন্ড্রয়েড ৬.০ মারশ্মালো ভার্শন যেটা কালার ওএস ৩.০। ক্লোন এপ নামের নতুন একটা ফিচার যুক্ত করা হয়েছে।
এফ ৩ ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম। এ ছাড়া আছে ১.৫ গিগাহার্টজ এর মিডিয়াটেক এম টি৬৭৫০ট৬ অক্টা-কোর এস ও সি  মালি-টি৮৬০ জিপিইউ।
ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে  ও গ্রাহকদের মিড রেঞ্জের হ্যান্ডসেট ক্রয়ের সুযোগ দিতে অপ্পো এফ ৩ নিয়ে এসেছে  অপ্পো বাংলাদেশ।
চমৎকার ফটোগ্রাফি এবং শক্তিশালী কার্যক্ষমতাসম্পন্ন এই ডিভাইসগুলো গ্রাহকদের দেবে অতুলনীয় অভিজ্ঞতা।

অপ্পো এফ ৩ -এর দাম রাখা হয়েছে  হাজার ৯০০ টাকা(প্রায়)
অপ্পো এফ ৩ সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা  ওয়েবসাইট এ  ক্লিক করুন অথবা নিকটস্থ   শোরুম  ভিজিট করতে পারেন।
বিভিন্ন ফিচারের মাধ্যমে ফোনটি অনেকের বেশ নজরও কেড়েছে।
এক নজরে এ ফোনের সবকিছু :
  • ১০৮০*১৯২০ পিক্সেল রেজুলেশনের ৫.৫ ইঞ্চি ডিসপ্লে
  • ১.৫ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর
  • মিডিয়াটেক এম টি৬৭৫০ট৬
  • ৪ জিবি র‍্যাম
  • ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ
  • ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহারের সুবিধা
  • ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৩২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি
  • ১৫৩ গ্রাম ওজন

Comments