সেরা ৮টি ফ্রি ওয়েব ব্রাউজার এন্ড্রয়েড অ্যাপসঃ এন্ড্রয়েড মোবাইল এর টিপস
সেরা ৮টি ফ্রি ওয়েব ব্রাউজার এন্ড্রয়েড অ্যাপস দিয়ে নিশ্চিন্তে আপনার অ্যান্ড্রয়েড ফোন এ ডাউনলোড করুন। এন্ড্রয়েড স্মার্টফোনে একটি ভালো মানের এন্ড্রয়েড ওয়েব ব্রাউজার অ্যাপস দিয়ে যেকোন ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। এই ওয়েব ব্রাউজারটি অবশ্যই ফাস্ট, সিকিউর এবং উন্নত বৈশিষ্ট্য যুক্ত হতে হবে।
গুগল প্লে স্টোর এ সেরা কিছু ওয়েব ব্রাউজার পাবেন যা খুব ফাস্ট এবং সিকিউর। আজকের আয়োজন সেরা ৮টি ফ্রি ওয়েব ব্রাউজার এন্ড্রয়েড অ্যাপসঃ এন্ড্রয়েড মোবাইল এর টিপস–
এন্ড্রয়েড রুট করার নিয়ম ও এন্ড্রয়েড রুট করার সুবিধা
১। ফায়ারফক্স ব্রাউজার ফর এন্ড্রয়েড (Firefox Browser for Android)ঃ
এটি গুগল প্লে স্টোর এ সবচেয়ে জনপ্রিয় মোবাইল ওয়েব ব্রাউজার অ্যাপস।
- ফাস্ট, স্মার্ট এবং সেফ।
- এই ওয়েব ব্রাউজার এন্ড্রয়েড অ্যাপ এর হোম প্যানেল নিজের ইচ্ছেমত কাস্টমাইজ করা যায়।
- আপনার ডেস্কটপ এর ফায়ারফক্স এ ব্যবহৃত বুকমার্ক, হিস্টোরি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন।
- HTML5 সাপোর্ট করে।
- ওয়াইড রেঞ্জ ফরম্যাট এর মোবাইল ভিডিও সাপোর্ট করে থাকে।
- প্রাইভেসি নিরাপত্তা সিস্টেম রয়েছে।
ফায়ারফক্স ব্রাজার ফর এন্ড্রয়েড (Firefox Browser for Android) ডাউনলোড করতে ক্লিক করুন-
Click to read >>
সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস: অ্যান্ড্রয়েড মোবাইল ক্লিনার অ্যাপ
২। ক্রোম ব্রাউজার (Chrome Browser)ঃ
ক্রোম ব্রাউজার (Chrome Browser) গুগলের একটি জনপ্রিয় অ্যাপ। আপনার এন্ড্রয়েড স্মার্টফোনের জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।
- এটি আপনার গুরুত্তপুর্ণ বুকমার্ক, হিস্টোরি এবং পাসওয়ার্ড সংরক্ষন করতে এবং মাল্টিপল ডিভাইস এ ব্যবহার করা যায়।
- এটি ৫০% ডাটা সেভ করতে সক্ষম।
- গুগল ভয়েস সার্চ করা যায়।
- ফুল HTML5 সাপোর্ট করে।
- ইনকোগ্নিটো মুড – যা আপনার ব্রাউজিংকে প্রাইভেট করে রাখে।
৩। ইউসি ব্রাউজার (UC Browser)ঃ
ইউসি ব্রাউজার (UC Browser) এন্ড্রয়েড মোবাইলের জন্য সেরা ওয়েব ব্রাউজার। এটির ব্রাউজিং, ডাউনলোডিং, সার্চিং, ভিডিও, গেমিং এবং শপিং অনেক ফাস্ট। যেকোন ধরনের ডাউনলোড এবং ব্রাউজ করার ক্ষেত্রে সেরা ওয়েব ব্রাউজার অ্যাপস হচ্ছে ইউসি ব্রাউজার (UC Browser)।
- সহজ এবং ক্লিন ইউসার ইন্টারফেস
- প্রাইভেট ওয়েব ব্রাউজিং এর ব্যবস্থা
- রাতে ওয়েব ব্রাউজ করার জন্য নাইট মুড রয়েছে।
- ইউসি থিম সেন্টার থেকে নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন।
ইউসি ব্রাউজার (UC Browser) ডাউনলোড করতে ক্লিক করুন-
৪। ডলফিন ব্রাউজার ফর এন্ড্রয়েড (Dolphin Browser for Android)ঃ
আরেকটি সেরা এন্ড্রয়েড ওয়েব ব্রাউজার অ্যাপ হচ্চে ডলফিন ব্রাউজার ফর এন্ড্রয়েড (Dolphin Browser for Android)। এটি ফ্রি ভার্শন এর ওয়েব ব্রাউজার।
- ভিডিও দেখা এবং গেম এর জন্য ফ্ল্যাশ প্লেয়ার সাপোর্ট করে।
- প্রয়োজনীয় এডঅন্স ব্যবহার করা যায়।
- ওয়েব এক্সেস করার জন্য নিজেই গেসটিউর তৈরি করে নিতে পারবেন।
- HTML5 ভিডিও ডাউনলোড করার ব্যবস্থার রয়েছে।
ডলফিন ব্রাউজার ফর এন্ড্রয়েড (Dolphin Browser for Android) ডাউনলোড করতে ক্লিক করুন-
৫। অপেরা ব্রাউজার ফর এন্ড্রয়েড (Opera Browser for Android)ঃ
অপেরা এন্ড্রয়েড ওয়েব ব্রাউজার অ্যাপস ফ্রি এবং সিকিউর মোবাইল ওয়েব ব্রাউজার।
- প্রাইভেট ব্রাউজিং।
- বুকমার্ক ও হিস্ট্রি সংরক্ষন ও ব্যবহার করা যায়।
- অপেরা টার্বো এর দ্বারা ব্রাউজিং এর ডাটা সেভ করা যায়।
অপেরা ব্রাউজার ফর এন্ড্রয়েড (Opera Browser for Android) ডাউনলোড করতে ক্লিক করুন-
৬। ম্যাক্সাথন- বেস্ট ওয়েব ব্রাউজার ফর এন্ড্রয়েড (Maxathon- Best Web Browser for Android)ঃ
ম্যাক্সাথন ওয়েব ব্রাউজার এন্ড্রয়েড এর HTML5 সাপোর্টেড সেরা ওয়েব ব্রাউজার। এটি আপনার এন্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট এ ফাস্ট, সিকিউর ব্রাউজিং প্রদান করে।
- পছন্দের সাইট ও মিডিয়ার জন্য স্পিড ডায়াল।
- প্রাইভেট ব্রাউজিং।
- রিডার মুড এর দ্বারা লিখা পড়তে সহজ হয়।
- ফ্ল্যাশ ভিডিও সাপোর্ট করে।
ম্যাক্সাথন– বেস্ট ওয়েব ব্রাউজার ফর এন্ড্রয়েড (Maxathon- Best Web Browser for Android) ডাউনলোড করতে ক্লিক করুন-
৭। সিএম ব্রাউজার (CM Browser)ঃ
সিএম ব্রাউজার (CM Browser) একটি জনপ্রিয় এন্ড্রয়েড ওয়েব ব্রাউজার। এটি ছোট, কিন্তু সিকিউর ব্রাউজার।
- স্পিড ডায়াল
- ডাউনলোড এর নিরাপত্তা
- প্রিলোড ম্যাকানিজম এর মাধ্যমে ওয়েবপেজ ফাস্ট রেন্ডার করে।
- পেজ ট্রান্সলেটর
সিএম ব্রাউজার (CM Browser) ডাউনলোড করতে ক্লিক করুন-
৮। অপেরা মিনি (Opera Mini)ঃ
আপনি যদি মোবাইলে ওয়েব ব্রাউজ করে থাকেন, তবে অবশ্যই অপেরা মিনি ওয়েব ব্রাউজার এর নাম শুনেছেন। আপনার এন্ড্রয়েড স্মার্টফোন এর জন্য এটি কম্ফোর্টেবল ব্রাউজার।
- প্রিলোড ওয়েবপেজ এর মাধ্যমে স্লো ইন্টারনেট কানেকশনেও পেজ এর লোডিং স্পিড বৃদ্ধি করে।
- ডাটা সেভ করে ও স্মার্টার ডাউনলোডিং সিস্টেম
- প্রাইভেট ব্রাউজিং, নাইট মুড।
অপেরা মিনি (Opera Mini) ডাউনলোড করতে ক্লিক করুন-
Read more—
৩৫টি এন্ড্রয়েড মোবাইল টিপসঃএন্ড্রয়েড ফোন এর কমন সমস্যা ও সমাধান
অ্যান্ড্রয়েড স্মার্টফোন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস। আবার এই অ্যান্ড্রয়েড ফোন এর জন্য আন্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয়। অ্যান্ড্রয়েড অ্যাপস বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা অনেক ধারনা প্রয়োজন। এন্ড্রয়েড টিউটোরিয়াল দেখে আপনি এন্ড্রয়েড সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড সাজেশন তৈরি করতে পারবেন। অ্যান্ড্রয়েড সাজেশন কিম্বা android tips and tricks bangla বা মোবাইল টিপস এন্ড ট্রিকস (android tips)পেতে হলে আমদের সাথেই থাকুন। এন্ড্রয়েড সফটওয়্যার ও এন্ড্রয়েড টিউটোরিয়াল (android in bangla),অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েড রুট নিয়ে ও আমরা শীঘ্রই আসছি। সাথে নুতুন পর্বে আছে সেরা ১০ টি অ্যান্ড্রয়েড মোবাইল টিপস।
এন্ড্রয়েড মোবাইলের টিপস দিয়ে আপনি এন্ড্রয়েড স্মার্টফোন এর উপযুক্ত ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড রুট এর মাধ্যমে আপনার ডিভাইস এর প্যানেল ব্রেক করতে পারবেন। এন্ড্রয়েড সমস্যার জন্য আপনি অ্যান্ড্রয়েড টিপস ফলো করতে পারেন। অ্যান্ড্রয়েড সাজেশন (android suggestions) বা এন্ড্রয়েড মোবাইল টিপস্ কিম্বা এন্ড্রয়েড এপস এর আপডেট এর খবরাখবর জানতে productreviewbd.com/ এর সাথেই থাকুন।
Comments
Post a Comment