ব্রেকিং নিউজ: যে ৩ টি মোটরসাইকেল উৎপাদন বন্ধ করে দিয়েছে হিরো কিন্তু কেন ?
নতুন BS-IV Norms ইমপ্লিটেশনের জন্য হিরো হটাৎ করেই তাঁদের Splendor Pro Classic,Splendor I-Smart 100 এবং HF Dawn এই তিনটি মোটরসাইকেল এর উৎপাদন এবং বিপণন বন্ধ করে দিয়েছে।
খুব নীরবেই হিরো মোটরসাইকেল ইন্ডিয়ান মার্কেট থেকে এই ৩ টি মডেলের মোটরসাইকেল সরিয়ে নিয়েছে মডেল তিনটি হল-
Splendor Pro Classic, Splendor I-Smart , HF Dawn ।
Splendor Pro Classic-
Splendor I-Smart-
১৯৮৪ সালে ভারতের সবচেয়ে জনপ্রিয় বাইসাইকেল ম্যানুফেকচার হিরো এবং জাপানের হোন্ডা মিলে হিরো হোন্ডা নামে তাদের হিরো মোটর সাইকেল যাত্রা শুরু করে।২০১০ সালে হিরো মোটর সাইকেল কোম্পানির পুরো শেয়ার কিনে হিরো মটো কর্পোরেশন নামে যাত্রা শুরু করে।
হিরো কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ ম্যানুফেকচার ও বাইক সেলার কোম্পানি। আর তাই বাংলাদেশেও হিরো মোটরসাইকেল এর অবস্থান রয়েছে। কোম্পানির শুরুকাল থেকেই বাংলাদেশে হিরো মটো এর হিরো মোটরসাইকেল পাওয়া যাচ্ছে।
ইন্ডিয়াতে চলমান নতুন আইন যেখানে উল্ল্যেখ করা আছে সকল প্রকার মোটরসাইকেল এর মাঝে পরিবেশ বান্ধব বিএসআইভি ইঞ্জিন এর ব্যবহার করতে হবে এবং খুব স্বল্প পরিমাণ বিক্রির কারণেও হয়তো এই মডেল তিনটির বিক্রয় এবং উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে।
Read More [বাংলাদেশে জনপ্রিয় ১০ টি ১০০ সিসি মোটর বাইক]
Read More [মোটরসাইকেল ধৌত করার সর্বোত্তম ১০টি টিপস]।
জরিপে দেখা যায়, হিরো মোটরসাইকেল এই মডেলের মোটরসাইকেল গুলো সর্বশেষ ১ এপ্রিল ২০১৭ পর্যন্ত বিক্রয় করে।
তবে বাংলাদেশের অনেক শো রুম এর মাঝে হয়তো এখনো কিছু মডেল (হিরো স্প্লেন্ডার) অবশিষ্ট থাকলেও সম্ভবত সেগুলোর বিক্রয় বন্ধ থাকতে পারে কিংবা নতুন ভাবে আর এই মডেলের কোন বাইক এগুলো বিক্রয়ের পর আর নাও আসতে পারে এ ব্যাপারে অবশ্য তেমন কোন কিছু জানা যায়নি।
অন্যান্য সব আকর্ষণীয় মডেলের কারণে এবং প্রতিযোগীতার ভিড়ে এই মডেলের বিক্রয় তেমন লাভজনক নয় ।
ইন্ডিয়াতে হিরো এই তিনটি মডেলের সর্বশেষ দাম ছিলো- হিরো বাইক দাম
- Splendor Pro Classic- ৫১,৪০৫ রুপি
- Splendor I-Smart 10০- ৫১,৯১০ রুপি
- HF Dawn - ৩৯,৭০০ রুপি
হিরো আই-স্মার্টঃ বাংলাদেশে হিরো বাইক দাম ১,৪০,৯৯০.০০ টাকা।
এই তিনটি মোটরসাইকেলই ৯৭.২ সিসি ইঞ্জিন দ্বারা চালিত ছিলো এবং প্রায় ৮.৩৬পিএস শক্তি ৮০০০ আরপিএম এ এবং ৮.০৫ টর্ক ৫০০০ আরপিএম ক্ষমতা উৎপন্ন করতে পারতো।
আমার মনে হয় বাংলাদেশে এরকম দাম এর রেঞ্জের ভেতর হিরো স্প্লেন্ডার প্রো ক্লাসিক মোটরসাইকেলটি মোটামুটি ভালোই বিক্রি হতে দেখা গেছে।
স্প্লেন্ডর আই-স্মার্ট ১০০ এর মাঝে ছিলো হিরো আই থ্রি এস ইঞ্জিন যা স্টার্ট-স্টপ টেকনোলজি সম্পন্ন ছিলো।
এবং অন্যান্য রেগুলার ১০০ সিসি থেকে বেশি ফুয়েল সেভিংস এর সুবিধাও ছিলো অনেকেই বলেছে। তবে সুখবর এই যে ঠিক এরকমই আরেকটি মোটরসাইকেল হল হিরো হোন্ডা স্প্লেন্ডর আই স্মার্ট ১১০।
যারা ভাবছিলেন HF-DAWN তাঁদের জন্য হিরো মটরসাইকেল, সাজেশন হিসেবে তাঁদের কে HF-Deluxe ক্রয়ের পরামর্শ দিচ্ছে। যা এর থেকেও বেশি ভালো ইকুইপমেন্ট সম্পন্ন এবং ফুয়েল ইফিয়েন্সিও ভালো বলে জানা গেছে।
এছাড়াও প্যাশন সিরিজের সকল মোটরসাইকেল এর মাঝে বি-এস আইভি ইঞ্জিন এবং অটোমেটিক হেড ল্যাম্প অন টেকনোলজিও ব্যবহার করা হয়েছে।
মটর সাইকেল এর দাম ২০১৭ঃ
বাংলাদেশে মোটরসাইকেল এর দাম ২০১৭ - Product Review BD
হিরো বাইক দাম ২০১৭ঃ
হিরো মটরসাইকেলের দাম ২০১৬ - Product Review BD
সূত্র ঃ bikedekho/ পোর্টাল/ ওয়েবসাইট
Comments
Post a Comment