https://goo.gl/bBl7M1
*রিডমিক ব্যবহার করা খুবই সহজ।
*এই কীবোর্ডে খুব দ্রুত টাইপ করা যায়।
*এই অ্যাপে বাংলা এবং ইংরেজি দ্রুত লেখার জন্য আছে সাজেশন।
*এই কীবোর্ড দিয়ে যুক্তবর্ণ লেখা খুব সহজ।
* রিডমিক কি-বোর্ড বহুল ব্যবহৃত একটি অ্যাপ। অভ্রতে লিখে অভ্যস্ত সকলের কাছে রিডমিক কি-বোর্ড খুবই জনপ্রিয়।
*এর মাধ্যমে বাংলা এবং ইংরেজি উভয় শব্দই অনুসন্ধান করা যায়।
*এছাড়াও শেয়ারিং বিকল্প ব্যবহার করে সরাসরি ইন্টারনেট ব্রাইজার অথবা অন্য অ্যাপ্লিকেশন থেকে শব্দ অনুসন্ধানের সুযোগ আছে এই অ্যাপে।
*ইন্টারনেট সংযোগ ছাড়াও এই অ্যাপটি ব্যবজার করা যায়। এই অ্যাপে অটোসাজেশনের অপশন আছে তাই সম্পূর্ণ শব্দটি টাইপ করা লাগে না।
* এই অ্যাপে ভয়েজের মাধ্যমে অনুসন্ধানের অপশন আছে।
*বাংলা ডিকশনারিতে শব্দের অর্থ জানার পাশাপাশি প্রতিশব্দ এবং বিপরীত শব্দও অনুসন্ধান করা যায়।
*এতে অভ্র ফোনেটিক স্টাইল ব্যবহার করে বাংলায় লেখা যায়।
* এই অ্যাপে কোনো আলাদা কীবোর্ডের ব্যবহার করতে হয় না।
*এই অ্যাপের সাহায্যে খুব সহজেই যুক্তবর্ণ লেখা যায়।
*সেটিংস মেনু থেকে সুবিধা মত থিম পছন্দ করা যায়।
*এই অ্যাপের সাহায্যে যে কেও সঠিক উচ্চারণসহ সংযুক্ত অক্ষর এবং সংখ্যার সাথে বাংলা বর্ণমালা শিখতে পারে।
*ছোটরা এই অ্যাপের মাধ্যমে মজার এবং ইন্টারেক্টিভ উপায়ে ভাষা শিখতে পারে।
*এটি মূলত প্রি-স্কুল শিশুদের জন্য।
* এই অ্যাপে অডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন যুক্ত রয়েছে।
ডাউনলোড করুন এখান থেকে
বাংলাদেশে তৈরি অন্যতম ১০টি ফ্রি অ্যাপস
ডিজিটাল বাংলাদেশে স্ম্যার্টফোনের ব্যবহার বাড়ার পাশাপাশি বেড়েছে আধুনিক সব অ্যাপসের ব্যবহার। স্ম্যার্টফোন মানেই অ্যান্ড্রয়েড ফোন। এখন বাংলাদেশে অ্যান্ড্রয়েড ইউসার এর পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারও ফোন অ্যান্ড্রয়েড ফোন রুট করা থাকে আবার কারও অ্যান্ড্রয়েড ফোন থাকে রুট করা ছাড়া।
আমাদের দেশের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপাররা নানা অ্যান্ড্রয়েড সফটওইয়্যার বের করছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপাররা প্রতিনিয়ত মার্কেট প্লেসের জন্য নতুন অ্যাপস বানাচ্ছে।
শেষ বছর বাংলাদেশ আইসিটি ডিভিশন গুগল প্লে স্টোরে ৫০০+ বাংলা অ্যাপ মুক্তি দেয়।দিন দিন মার্কেট প্লেসে বাংলা অ্যাপের সংখ্যা বেড়েই চলেছে।
এর মধ্যে অন্যতম বাংলাদেশি ১০টি অ্যাপস হলোঃ
৯৯৯ ইমারজেন্সি সার্ভিস
আপনার বিপদের সঙ্গী, ইমার্জেন্সি সেবা পেতে বাংলায় তৈরি প্রথম ইমারজেন্সি অ্যাপ। বাংলাদেশ আইসিটি ডিভিশন ২০১৭ সালের ১০ এপ্রিল এই অ্যাপটি প্লে স্টোরে মুক্তি দেয়। ১০ হাজারের অধিক মানুষ বর্তমানে এই অ্যাপটি ব্যবহার করছেন। অ্যাপটি ব্যবহার খুবই সহজ। এই অ্যাপটি আপনার জীবন রক্ষা করতে সক্ষম।
৯৯৯ – ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস
https://nhd.gov.bd/
- আপনি বিপদে পরার সাথে সাথে মুহূর্তেই এই অ্যাপের মাধ্যমে আপনার কাছে থাকা পুলিশ , ফায়ার সার্ভিস স্টেশন এর সাথে যোগাযোগ করতে পারবেন, যা সম্পূর্ণ বিনামূল্যে ।
- তা ছাড়া বিপদের মুহূর্তে অ্যাম্বুলেন্স ডাকার জন্য অ্যাপে একটি টেপই যথেষ্ট ।
- আপনি এ অ্যাপ থেকে স্বাস্থ্য সেবা ও পেতে সক্ষম ।
- যদি অতিমাত্রায় প্রয়োজন হয় আপনি হেল্প ডেস্ক থেকেও সাহায্য নিতে পারেন । হেল্প ডেস্ক ২৪ ঘন্টাই খোলা ।
- সহজেই ম্যাপের মাধ্যমে খুঁজে বের করতে পারেন আপনার নিকটস্থ ফায়ার স্টেশন , হাসপাতাল অথবা থানা ।
- তাছাড়াও এখানে আপনি যে কোন কিছু সম্পর্কে অনুসন্ধান করতে পারেন । যার ফল আপনাকে সম্পূর্ণ বাংলায় দেয়া হবে।
Download Link : [[ ডাউনলোড করুন এখান থেকে ]]
ই ডিরেক্টরি
বাংলাদেশের তৈরী প্রথম ডিরেক্টরি অ্যাপ যা আপনাকে সকল মন্ত্রনালয় এর সকল কর্মচারীর যোগাযোগ নম্বর দেখাবে। আপনার যে কোন প্রয়োজনে আপনি তাদের সাহায্য নিতে পারেন এই অ্যাপ এর মাধ্যমে।
বাংলাতে অ্যাপের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । খুব দ্রুতই প্রায় সকল দরকারি অ্যাপই বাংলা ভাষায় পাওয়া যাবে তা আশা করাই যায় ।
রিডমিক কি-বোর্ড
রিডমিক কি-বোর্ড বেশ জনপ্রিয় একটি বাংলা অ্যাপস।এটি একটি বাংলা ফোনেটিক কি-বোর্ড।
*রিডমিক ব্যবহার করা খুবই সহজ।
*এই কীবোর্ডে খুব দ্রুত টাইপ করা যায়।
*এই অ্যাপে বাংলা এবং ইংরেজি দ্রুত লেখার জন্য আছে সাজেশন।
*এই কীবোর্ড দিয়ে যুক্তবর্ণ লেখা খুব সহজ।
* রিডমিক কি-বোর্ড বহুল ব্যবহৃত একটি অ্যাপ। অভ্রতে লিখে অভ্যস্ত সকলের কাছে রিডমিক কি-বোর্ড খুবই জনপ্রিয়।
দেশী টিভি
বহুল জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড টিভি।
*ইন্টারনেট সংযোগের মাধ্যমে এই অ্যাপের সাহায্যে বাংলা, ভারতীয়, পাকিস্তান, তুরস্ক, পাঞ্জাবি, ফার্সি, নেপাল, শ্রীলংকা এবং ইংরেজি চ্যানেলগুলার ৫০+ টির বেশি পাবলিক ডোমেন কন্টেন্ট নিজের ফনে উপভোগ করা যায়।
*এই অ্যাপের মাধ্যমে ওইসব চ্যানেলের যেকোনো অনুষ্ঠান উপভোগ করা সম্ভব।
*দেশী টিভিতে বাংলা চ্যানেলের মধ্যে রয়েছে এটিএন বাংলা, বাংলাভিশন, চ্যানেল আই, এনটিভি ইত্যাদি।
*বিনোদনের একটি মাধ্যম হিসেবে এই অ্যাপটি খুবই জনপ্রিয়।
*এই অ্যাপের মাধ্যমে ওইসব চ্যানেলের যেকোনো অনুষ্ঠান উপভোগ করা সম্ভব।
*দেশী টিভিতে বাংলা চ্যানেলের মধ্যে রয়েছে এটিএন বাংলা, বাংলাভিশন, চ্যানেল আই, এনটিভি ইত্যাদি।
*বিনোদনের একটি মাধ্যম হিসেবে এই অ্যাপটি খুবই জনপ্রিয়।
*অ্যাপটির ইউজার এক্সপেরিএন্স অনেক স্মুথ।
বাংলা ডিকশনারি
বহুল জনপ্রিয় একটি বাংলা অ্যাপ।
*এর মাধ্যমে বাংলা এবং ইংরেজি উভয় শব্দই অনুসন্ধান করা যায়।
*এছাড়াও শেয়ারিং বিকল্প ব্যবহার করে সরাসরি ইন্টারনেট ব্রাইজার অথবা অন্য অ্যাপ্লিকেশন থেকে শব্দ অনুসন্ধানের সুযোগ আছে এই অ্যাপে।
*ইন্টারনেট সংযোগ ছাড়াও এই অ্যাপটি ব্যবজার করা যায়। এই অ্যাপে অটোসাজেশনের অপশন আছে তাই সম্পূর্ণ শব্দটি টাইপ করা লাগে না।
* এই অ্যাপে ভয়েজের মাধ্যমে অনুসন্ধানের অপশন আছে।
*বাংলা ডিকশনারিতে শব্দের অর্থ জানার পাশাপাশি প্রতিশব্দ এবং বিপরীত শব্দও অনুসন্ধান করা যায়।
বাংলা রেডিও
এটি রেডিও শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় একটি অ্যাপ।
*রেডিওর যেকোনো প্রোগ্রাম রেকর্ড করার সুযোগ আছে এই অ্যাপে। যার ফলে পছন্দের রেডিও প্রোগ্রাম যেকোনো সময় শোনা যায়।
*প্রোগ্রাম রিমাইন্ডার সেট করা যায়
*রেডিও স্টেশনও এই অ্যাপে যুক্ত করা যায়।
*রেডিওর যেকোনো প্রোগ্রাম রেকর্ড করার সুযোগ আছে এই অ্যাপে। যার ফলে পছন্দের রেডিও প্রোগ্রাম যেকোনো সময় শোনা যায়।
*প্রোগ্রাম রিমাইন্ডার সেট করা যায়
*রেডিও স্টেশনও এই অ্যাপে যুক্ত করা যায়।
ইজি বাংলা টাইপিং
এটি একটি খুবই জনপ্রিয় বাংলা লেখার অ্যাপ
*এতে অভ্র ফোনেটিক স্টাইল ব্যবহার করে বাংলায় লেখা যায়।
* এই অ্যাপে কোনো আলাদা কীবোর্ডের ব্যবহার করতে হয় না।
*এই অ্যাপের সাহায্যে খুব সহজেই যুক্তবর্ণ লেখা যায়।
*সেটিংস মেনু থেকে সুবিধা মত থিম পছন্দ করা যায়।
বাংলা অল নিউজপেপারস
এই অ্যাপের সাহায্যে বাংলাদেশের যেকোনো সংবাদপত্র পড়া যায়।
এছাড়াও রয়েছে অনলাইন পিউজ পোর্টাল। দেশ বিদেশের খবর রাখতে যারা ভালোবাসেন কিংবা সংবাদপত্র পড়তে যারা পছন্দ করেন তাদের কাছে এইটা খুবই জনপ্রিয় একটি অ্যাপ।
হাতে খড়ি ২
স্মার্টফোন এখন সব বয়সের মানুষের কাছেই খুব জনপ্রিয়। ছোটদের বাংলা বরনমালাএবং সংখ্যা শেখানোর একটা সুন্দর অ্যাপ হলো হাতে খড়ি ২।
*এই অ্যাপের সাহায্যে যে কেও সঠিক উচ্চারণসহ সংযুক্ত অক্ষর এবং সংখ্যার সাথে বাংলা বর্ণমালা শিখতে পারে।
*ছোটরা এই অ্যাপের মাধ্যমে মজার এবং ইন্টারেক্টিভ উপায়ে ভাষা শিখতে পারে।
*এটি মূলত প্রি-স্কুল শিশুদের জন্য।
* এই অ্যাপে অডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন যুক্ত রয়েছে।
ডাউনলোড করুন এখান থেকে
সেই বই
বই প্রেমিকদের কাছে এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ ।
মূলত এই অ্যাপটি একটি ই-বুক রিডার। আপনি এখানে খুব সহজেই বিনামূল্যে অথবা অর্থের বিনিময়ে যেকোনো বই পড়তে পারেন। তাছাড়া এতে পাঠকদের সুবিধার্থে বিভিন্ন পাঠ উপযোগী ফিচার যুক্ত রয়েছে ।
*আপনি যেকোনো রকম বই সহজে পড়তে পারবেন।
*বইয়ের যেকোনো জায়গায় বুকমার্ক , নোট এবং হাইলাইট তৈরি করা যায় ।
*নিজের পছন্দ মত ফন্টের আকার , ফন্টের রং , পটভুমির রং এবং উজ্জ্বলতা নিয়ন্ত্রন করা যায়,
*নিজের প্রয়োজন মত জুম ইন অথবা জুম আউট করতে পারবেন ।
*আপনি সহজেই অ্যাপের ইউআই ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন।
*নিজের পছন্দের বই ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।
*আপনি যেকোনো রকম বই সহজে পড়তে পারবেন।
*বইয়ের যেকোনো জায়গায় বুকমার্ক , নোট এবং হাইলাইট তৈরি করা যায় ।
*নিজের পছন্দ মত ফন্টের আকার , ফন্টের রং , পটভুমির রং এবং উজ্জ্বলতা নিয়ন্ত্রন করা যায়,
*নিজের প্রয়োজন মত জুম ইন অথবা জুম আউট করতে পারবেন ।
*আপনি সহজেই অ্যাপের ইউআই ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন।
*নিজের পছন্দের বই ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।
কিভাবে অ্যান্ড্রয়েড ফোন রূট করেত হয় জানতে হলে আপনাকে অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড সাজেশন, অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে হবে। আবার কারও অ্যান্ড্রয়েড ফোনে সমস্যা হলে অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল দেখে বা অ্যান্ড্রয়েড ফোন সার্ভিসিং করে ঠিক করে নিতে হবে। এবার আসি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টএ।
Comments
Post a Comment