নতুন বাজাজ পালসার ১৫০ এনএস(Bajaj Pulsar150 NS)আসছে আকর্ষণীয় সব ফিচার নিয়ে।
২০১৬ এর ৯ ডিসেম্বর – বাজাজ ,
ইন্ডিয়ান সবচাইতে বেস্ট অটোমেকার কোম্পানি সিধান্ত নেয় পরবর্তী ৬ মাস প্রচলিত
মোটরসাইকেল গুলোর মাঝে নতুন সব ফিচার এবং গ্রাহকের মাঝে নতুন সব ভার্সন উপস্থাপন
করার।
এসব ধারাবাহিকতার সাথে সাথে বাজাজ সম্প্রতি রিলিজ
করলো তাঁদের নতুন “বাজাজ পালসার ১৫০ এনএস” এর প্রমোশনাল ভিডিও । যেখানে দেখা
গিয়েছে এর শক্তির সাথে তুলনা করা হয়েছে একজন জিমন্যাস্টের ধৈর্যের এবং তৎপরতার সাথে।
এর ডিজাইন কিছুটা পালসার
এনএস২০০ এর মতোই রাখা যা হয়েছে যা এখনো বিক্রয়ের উদ্যেশে বাজারজাত করা হয়নি।
পালসার এনএস১৫০ এর মাঝে আছে
এলইডি টেইল ল্যাম্প ব্যাকলিট সুইচগিয়ার ,আন্ডারবেলি এক্সহোস্ট , স্লিট সিট ,
নাইট্রোক্স বেজড মোনোশক রিয়ার সাস্পেনশন এবং একটি প্রজেক্টর হেডল্যাম্প। ব্রেক
হিসেবে এর মাঝে দেয়া হয়েছে ড্রাম ব্রেকিং সিস্টেম রিয়ার ব্রেক ।
অনলাইনে এর ছবি এবং
স্পেসিফিকেশনের সকল তথ্যই ইতিমধ্যে প্রকাশ হয়েছে। সম্প্রতি বাজাজ কোম্পানি তুর্কি,
ইকুয়েডর,মেক্সিকো,পেরু,কলম্বিয়া,থাইল্যান্ড সহ আরো বিভিন্ন জায়গার বাজারে এটি
এক্সপোর্ট করা হচ্ছে তবে বাংলাদেশে কবে এই বাইক আসবে এ সম্পর্কে এখনো কোন তথ্য
পাওয়া যায়নি যদিও কিছুদিন আগ উত্তরা মোটরস অনেকটা নীরব ভাবেই নতুন পালসার ১৫০ সিসি
২০১৭ এডিশনের বাইকটি বাংলাদেশে ইমপোর্ট করে আনে।
গত ১৮ মাসের ভেতর বাজাজ কোম্পানি
৬ টির মত মোটরসাইকেল লঞ্চ করেছে এবং সম্প্রতি ইন্ডিয়াতে আরেকটি নতুন মডেল হিসেবে
বাজাজ ভি-১৫ Bajaj V-15 লঞ্চ হতে চলেছে ।
এর আগের তিনটি অসাধারণ মডেল হল Street 150, Street220, Cruise 220 । এগুলো যদিও এখনো বাংলাদেশে আসেনি। এবং পালসার এর মডেল গুলোর মাঝে হল RS200,AS200,AS150 । আরো নতুন দুইটি
প্রোডাক্ট ও প্রায় চলে আসছে সেগুলোর মাঝে একটি হল ডমিনার ৪০০ এবং বাজাজ ভি-১২।
তবে সবচাইতে আকর্ষণীয় হিসেবে Bajaj Dominar 400 কে রাখা হয়েছে
বিশেষ করে যারা স্বল্প দামের মাঝে স্পোর্টস বাইক খুঁজছে এবং পালসার ১৫০ এনএস কে
টার্গেট করা হচ্ছে যারা ১৫০ সিসি প্রিমিয়াম মোটরসাইকেল খুঁজছে এমন ধরনের কাস্টমার
দের জন্য।
বাজাজ পালসার ১৫০ এনএস
সম্পর্কে সকল তথ্য দেখে নেই চলুন ১০ মিনিটেঃ
১। বাজাজ
পালসার ১৫০ Bajaj Pulsar 150Ns এনএস এর লঞ্চঃ
ইন্ডিয়াতে
এর জন্য অনেক প্রতিক্ষার পর এটি ২০১৭ এর শেষ এর দিকে লঞ্চ হবে প্রায় অক্টোবর কিংবা
ডিসেম্বর এর দিকে। তবে কোম্পানি থেকে সঠিক ভাবে
কোনকিছু এই বাইকের লঞ্চ সম্পর্কে জানানো হয়নি।
২। বাজাজ
পালসার ১৫০ Bajaj Pulsar 150Ns এর দাম (শুধু ইন্ডিয়ার জন্য)-
https://goo.gl/ZuHTL8
https://goo.gl/ZuHTL8
Comments
Post a Comment