Aprilia RS4 125 স্পোর্টস বাইক এর Top Speed ও পারফরমেন্স কেমন?
বাংলাদেশের বাজারে শিগ্রই আসছে সুপার বাইক কোম্পানিগুলির মধ্যে একটি বিখ্যাত কোম্পানি এপ্রিলিয়া এর Aprilia RS4 125 motorcycle & Aprilia SR150 স্কুটার(Aprilia SR150 scooter in Bangladesh.) । এপ্রিলিয়া আরএস ১২৫ একটি স্পোর্টস বাইক । ইটালিয়ান প্রস্তুতকারকের লেভেল স্পোর্টস বাইক এপ্রিলিয়া আর এস ১২৫।
এর আগে ব্রেকিং নিউজঃবাংলাদেশের বাজারে আসছে এপ্রিলিয়া (Aprilia)মোটরসাইকেল!! নিউজ শেয়ার করেছিলাম।
এপ্রিলিয়াকে বলা হয় ১২৫ সিসি বাইকের একটি মাইলফলক। আপনি যদি ছোট ডিসপ্লেসমেন্টের স্পোর্টস বাইক খুজেন তাহলে এপ্রিলিয়া আর এস ১২৫ একবার দেখে নিতে পারেন যার মাধ্যমে আপনি স্পোর্টস বাইকের রাইডের গোপন কৌশলগুলি জানতে পারবেন ।
এপ্রিলিয়া আরএস ৪ ১২৫ এর ডিজাইনটি এসেছে আরএভি ৪ থেকে । এতে আছে ১২৪.২ সিসি, ১ সিলিন্ডার ইঞ্জিন যা উৎপাদন করে ১৪.৮ বিপিএইচ ও ১০.৯ এনএম টর্ক।
এপ্রিলিয়া আরএস ৪ ১২৫ এর ৬ গিয়ার বিশিষ্ট এই মোটর বাইকের ওজন মাত্র ১২০ কেজি ও দেখেতে দারুণ ক্লাসিক। এটি যাদের সাথে প্রতিযোগিতা করছে তারা হল কেটিএম আরসি ১২৫, ইয়ামাহা আর ১২৫, সুজুকি জিএসএক্স আর ১২৫, ও হোন্ডা সিবিআর ১২৫ আর (KTM RC125, Yamaha R125, Suzuki GSX-R125 and Honda CBR125R )।
এপ্রিলিয়া আরএস ৪ ১২৫ এর ৪১ মিমি আপ সাইড – ডাউন ফ্রন্ট ফরক সাথে ব্লাক এনডাইজড সিথ ও ১১০ মিমি স্ট্রোক ও রিয়ার সিগন্যাল শক এবজরবার।
এপ্রিলিয়া আরএস ৪ ১২৫ তে আপনি আরও পাবেন ৩০০ মিমি স্টিল ডিস্ক এর সাথে ৪ পিস্টন ও পিছনে ২২০ মিমি ডিস্ক সাথে সিঙ্গেল ।
Comments
Post a Comment