আইফোন ৮ রিলিজ ডেট গুজব: আইফোন 7 এবং 7s এর সাথে এর তুলনামূলক পার্থক্য
এই পুরো সপ্তাহ জুড়েই অনলাইনে বিভিন্ন ব্লগ এবং অন্যান্য সকল সোশ্যাল মাধ্যমে এপল এর পরবর্তি স্মার্টফোন আইফোন সিরিজের iPhone 8 নিয়ে চলে বিভিন্ন ধরণের তথ্য এবং গুজবের ছড়াছড়ি ।
তবে অনেক ব্লগের মাঝেই এর প্রকাশিত কিছু ফোন কেস এর রিভিউ এবং আইফোনের আগের মডেল iphone 7 , iPhone 7s সাথে বিভিন্ন ডিজাইনের তুলনার ভিডিও প্রকাশ হতে দেখা গিয়েছে ।
জাপানের একটি ব্লগ “Macotakara “ এর মাঝে আইফোন ৮ এর কেস এবং আইফোন সেভেন এবং সেভেন এস এর সাথে এর তুলনামূলক পার্থক্য নিয়ে একটি ভিডিও দেখা যায় ।
এই ব্লগ এর মাঝে দেয়া তথ্য অনুযায়ী জানা যায় সর্বপ্রথম আইফোন ৮ এর এই ফোন কেস দেখা যায় চায়না অনলাইন শপিং ওয়েবসাইট আলিবাবা ডট কম Alibaba.com এর মাঝে ।
প্রকাশমান সকল তথ্য অনুযায়ী অনেকেই ধারনা করছেন অ্যাপলের আপকামিং সিরিজ iphone 8 আইফোন সেভেন এবং সেভেন এস থেকে অনেকাংশেই পাতলা হবে এবং আলিবাবা এর মাঝে দেখানো ফোন কেস অনুযায়ী অনেকেই আইফোন সেভেন এর সাথে এর তুলনা প্রকাশ করে যাচ্ছে ।
আইফোন ৮ iphone 8 এর সম্ভাব্য ফিচার সমূহঃ
- কার্ভড এমোলেড ডিসপ্লে
- ৫.৮” এজ টু এজ স্ক্রিন
- হোম বাটন বিহীন এবং বেজেল বিহীন
- QHD থেকেও বেশি আকর্ষণীয় গ্রাফিক্স কোয়ালিটি আশা করা হচ্ছে
আইফোন ৮ iphone 8 এর সম্ভাব্য রিলিজ ডেটঃ
আইফোন ৮ এর ব্যাপারে যদিও এপল এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোন রিলিজ ডেট ঘোষণা করে নাই তারপরেও অনলাইনে বিভিন্ন সম্ভাব্য তারিখ এবং গুজবের অভাব নেই ।
তবে ধারণা করা হচ্ছে ২০১৭ এর সেপ্টেম্বার এর মাঝেই এটি রিলিজ করা হবে এবং টেকরাডার টেকনোলজি নিউজ পোর্টাল এর মাঝেও এই তথ্য প্রকাশ করা হয়েছে ।
জাপানি ব্লগ এর মতে, আইফোন ৮ এর যেই কেস আলিবাবা তে দেখা গিয়েছে তা অনেকটাই আইফোন সেভেন এর কেস থেকে সরু এবং পাতলা এবং ধারণা করা হচ্ছে এর বডি ডাইমেনশন হতে পারে 144 mm x 71 mm x7.7 mm এবং তাঁদের মতে আইফোন ৮ এর মাঝে কোন রিয়ার টাচ আইডি কাট আউট থাকবেনা ।
এই লিংক এর মাধ্যমে আপনি আইফোন ৮ এর ডামি রেন্ডারকৃত ইমেজ এবং ভিডিও দেখে নিতে পারেন ।
ভিডিও লিংকঃ
Tutorial Summary: We need to shrink the Vista partition on the hard disk and create enough space for an installation of XP. This can be done in three ways - using the GPartEd Live CD, the DISKPART utility on the Vista DVD or the Vista Disk Management GUI - and we'll cover all three. We'll then install XP and install EasyBCD to reinstate the Vista bootloader which will be overwritten during the XP installation, and then use EasyBCD to configure Vista's bootloader to boot the XP partition.
ReplyDeletegta 5 apk