https://goo.gl/O8nE2R
২০১৭ সালের নতুন ইয়ামাহা বাইক, ইয়ামাহা এফ জেড এস,এফজেড এফআই (Yamaha FZ S,FZ FI) এখন বাংলাদেশে বিএসআইভি ইঞ্জিন প্রযুক্তি সহ ।
বাংলাদেশে সম্প্রতি নতুন ২০১৭ সালের ইয়ামাহা এফজেডএস,এফজেড এফআই (Yamaha FZS,FZ FI) মোটরসাইকেল এর বাজারজাতকরণ কার্যক্রম সম্পন্ন হয়ে গেলো । এর আগে, ২০১৬ সালের নভেম্বর এ এসিআই মটরস বাংলাদেশে নিয়ে এলো সাতটি দারুণ মডেলের ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল।
নতুন মটরসাইকেলের মডেলগুলো হল-
জনপ্রিয় ১৫০সিসি ইঞ্জিনের ইয়ামাহা এফজেডএস, ফেজার, ইয়ামাহা ফেজার ভার্সন ২ বা এসজেডআরআর মডেলের ভার্সন ২.০ এবং ১২৫ সিসি ইঞ্জিনের স্যালুটো (ড্রাম ব্রেক) এবং স্যালুটো (ডিস্ক ব্রেক) সঙ্গে রয়েছে ব্লু কোর ফুয়েল ইনজেকশন টেকনোলজি।
নতুন এই মোটরসাইকেল এর মাঝে রয়েছে বিএস৪ ইঞ্জিন সুবিধা এবং AHO অটোম্যাটিক হেডল্যাম্প অন ফাংশন ।
মোটরসাইকেলটির রং এ ও আনা হয়েছে আকর্ষণীয় নতুন সব কম্বিনেশন । বাংলাদেশে এমন কোন তরুণ বাইকার খুঁজে পাওয়া মুশকিল যার ইয়ামাহা ফেজার (Yahama Fazer) বাইকের প্রতি প্যাশন নেই। আর নতুন এই অটোম্যাটিক হেডলাইট অন ফাংশন নিশ্চয়ই আপনার পছন্দ হবে ।
ইয়ামাহা (ফেজার বাইক দাম) এফজেডএস,এফজেড এফআই (Yamaha FZ S,FZ FI) এর দাম বাংলাদেশে কত ?
বাংলাদেশে নতুন ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল এর দাম আপনি বিভিন্ন শো রুম থেকে যাচাই করে নিতে পারেন ।
আমরা এর দাম সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তা হলো আপনি বাংলাদেশে বিভিন্ন শো রুম এর মাঝে ফেজার বাইক দাম ২,৬৫,০০০টাকা থেকে ২,৭০,০০০টাকার মাঝে পেতে পারেন ।
ফেজার বাইক দাম:
- ইয়ামাহা এফজেডএস Yamaha FZ S —– ২,৬৫,০০০ টাকা থেকে ২,৭০,০০০ টাকা
- ইয়ামাহা এফজেড এফআই Yamaha FZ FI —– ২,৬৫,০০০ টাকা থেকে ২,৭০,০০০ টাকা
নতুন ২০১৭ সালের ইয়ামাহা এফজেডএস,ইয়ামাহা এফজেড এফআই (Yamaha FZ S,FZ FI) এর ফিচার:
নতুন ইয়ামাহা মোটরসাইকেল গুলোর স্পেসিফিকেশন এর সকল ফিচারগুলো আশা করি আপনাদের ভালো লাগবে । নতুন নতুন অনেক এডভান্স বাইকিং ফিচার এর মাঝে যুক্ত করা হয়েছে ।
নতুন এডভান্স মিডশিপ মাফলার, ওয়াইড টিউবলেস র্যাডিয়াল রিয়ার টায়ার এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক ।
রয়েছে নতুন মনোক্রস সাস্পেনশন , মাস্কুলার ফ্রন্ট ফর্ক এবং স্প্লিট টেন্ডেম সিট সাথে আছে গ্র্যাব বার ।
ইঞ্জিন রয়েছে আগের মতোই শক্তিশালী এয়ার কোল্ড ফোর স্ট্রোক ১৪৯ সিসি । রয়েছে ২ টি শক্তিশালী ভাল্ব , সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেক্টেড স্পেস ।
ইয়ামাহা নতুন এই মোটরসাইকেলটি ৫ টি ভিন্ন কালারে বাজারজাত করেছে তার মাঝে সবচাইতে বেশি চলছে ,ধুসর, লাইট সায়ান বা নীল , ওপাল হোয়াইট এবং ম্যাট গ্রিন ।
অপরদিকে এফজেড এফআই এর কালার গুলো আরো অসাধারণ নতুন বোম্বার ব্ল্যাক এবং ব্যারেল রেড কালারে এটি বাংলাদেশের শো রুম গুলোর মাঝে পাওয়া যাচ্ছে ।
চলুন দেখে নেই,
এক নজরে নতুন নতুন ২০১৭ সালের ইয়ামাহা এফজেডএস,ইয়ামাহা এফজেড এফআই এর সকল স্পেসিফিকেশনগুলো –
Yamaha FZ S,FZ FI Specification:
Displacement ডিস্প্লেসমেন্ট | 149 cc |
Maximum Power ম্যাক্সিমাম পাওয়ার | 12.9 Bhp @ 8000 rpm |
Maximum Torque ম্যাক্সিমাম টর্ক | 12.8 Nm @ 6000 rpm |
Cylinders সিলিন্ডার | 1 |
Gears গিয়ারস | 5 |
Seat Height সিট এর উচ্চতা | 790 mm |
Ground Clearance গ্রাউন্ড ক্লিয়ারেন্স | 160 mm |
Kerb/Wet Weight ওজন | 132 kg |
Fuel Tank Capacity তেল ধারণ ক্ষমতা | 12 litres |
Top Speed সর্বোচ্চ স্পীড | 109 kmph |
নতুন ২০১৭ সালের ইয়ামাহা এফজেডএস,ইয়ামাহা এফজেড এফআই (Yamaha FZ S,FZ FI) এর বডি ডাইমেনশনঃ
ডায়ামন্ড ফ্রেম এর মাঝে তৈরিকৃত ইয়ামাহা এফজেডএফআই এর বডি এর মাপ হবে ২,০৭৩ মিঃমি দৈর্ঘ্যের এবং এর প্রস্থ হবে ৭৭০ মিলিমিটার।
উচ্চতা হবে ১৩৩০ মিলিমিটার এবং সিট এর উচ্চতা হবে ৭৯০ মিলিমিটার । এর ওজন সর্বোচ্চ ১৩২ কেজি ।
এর ফুয়েল ট্যাংক প্রায় ১২ লিটার পর্যন্ত ফুয়েল লোড নিতে পারে । অপরদিকে ইয়ামাহা এফজেডএস এর উচ্চতা হবে ১০৫০ মিলিমিটার এবং ওজোন প্রায় সমান বললেই চলে ।
সাস্পেনশন হিসেবে দুইটি মোটরসাইকেলই টেলিস্কপিক ফর্ক এবং সাম্নের দিকের সুইংগ্রাম সেট আপ এর সাথে কাজ করে থাকে।
ইয়ামাহা ব্রেকিং সিস্টেমঃ
দুইটি মোটরসাইকেল এর মাঝেই রয়েছে ফ্রন্ট ডিস্ক ব্রেক সিস্টেম ইউনিট এবং ড্রাম ব্রেক সামনের দিকের ডিস্ক এর জন্য ।
ইয়ামাহা এফজেড সম্পূর্ণ নতুন জেনারেশন এর স্পোর্টস বাইক যা তরুণদের মাঝে সবচাইতে বেশি সাড়া পেয়েছে সকল জায়গায় ।
এর ফুয়েল কনজাম্পটেশন সত্যি অনেক ভালো এবং বিশেষত যারা ঢাকার মতো এইরকম মেট্রো এলাকায় বসবাস করছেন তাদের জন্য একদম পারফেক্ট ।
প্রতি লিটার তেল এ আপনি প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার পথ যাতায়াত করতে পারবেন । এর ডিস্ক এবং ব্রেকিং সিস্টেম অনেক ভালো তাই যেকোন পরিস্থিতিতে আপনি সহজেই ব্রেক কষে আপনার বাইকের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবেন সহজেই ।
আকর্ষণীয় লুক হবার কারণে আপনার স্টাইল সচেতনতার দিক দিয়েও আশা করি ভাবতে হবেনা । একটা সম্পূর্ণ ড্যাশিং এবং রকিং মোটরসাইকেল হিসেবে আপনি ইয়ামাহা এফজেড নতুন মোটরসাইকেল গুলো নিঃসন্দেহে বেছে নিতে পারেন আপনার প্রতিদিনের যাতায়াত মাধ্যম হিসেবে ।
ইয়ামাহা এফজেডএস এবং ফেজারের মূল পার্থক্য
(১) একটা সম্পূর্ণ নেকেড, হেডলাইটের সাথে কোন কিট নেই। আর, অপরটির কোন সাইড কিট না থাকলেও সামনে একটা ফ্রন্ট কিট আছে। হেডলাইট ওই কিটের মাঝেই অবস্থিত। ফেজারের বডি কিট থাকার কারনে ওজন একটু বেশি, ফলে এফজেড-এস এর থেকে এর ইনস্ট্যান্ট রেডি পিকআপ সামান্য কম।
এফজেড-এস এর রেডি পিকআপ তুলনামূলক বেশি হলেও একটু পরেই এক্সেলেরেশন কমে যায় ফলে টপ স্পীডে পৌছাতে সময় লাগে। অপরদিকে, ফেজার তুলনামূলকভাবে দ্রুত টপ স্পীডে পৌছাতে পারে। ফেজারের টপ স্পীডও এফজেড-এস এর তুলনায় সামান্য বেশি।
(২) একটা ফুয়েল ট্যাংকে বড় করে লেখা FZ-S , অপরটায় লেখা Fazer ।
যদি শহরে ঘোরাফেরা করা, বাসা টু অফিস/ভার্সিটি/কলেজ, শর্ট ট্যুর দেয়া, তাহলে আপনার জন্য পারফেক্ট বাইক হলো এফজেড-এস ।
আর, যদি উদ্দেশ্য হয় ক্লান্তিহীনভাবে বাইক চালানো, কিছুদিন পরপরই লং ট্যুরে যাওয়া, অনেকক্ষন বাইক চালানো, তবে আপনার জন্য রিকমেন্ডেড বাইক হলো ফেজার।
Comments
Post a Comment