বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫ ২০১৭ মডেল বাজারে এনেছে

বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫ ২০১৭ মডেল বাজারে এনেছে


সম্প্রতি বাজাজ মোটর সাইকেল, বাংলাদেশ (Bajaj Motorcycle Bangladesh, বাজাজ মোটরসাইকেল বাংলাদেশ, Bajaj Point)বাজাজ অটো শেষ পর্যন্ত তাদের বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫ ২০১৭ মডেল বাজারে এনেছে(bajaj V 150)।
বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫ -এটি এমন একটি বাজাজ বাইক  যাতে এর রাইডাররা সব ধরণের স্পোর্টস ফিল পাবেন সাথে সব উন্নত ফিচার উপভোগ করতে পারবেন। এটা তাদের জন্য যারা থ্রিল ও এডভেঞ্চার পছন্দ করেন।

বাজাজ বাংলাদেশের মটর বাইক জগতে অন্যতম। বাজাজ মোটর সাইকেল  দাম অনেক কম থাকায় বেশীর ভাগ বাইকার  বাজাজ মোটর পছন্দ করেন। বাজাজ মটর বাইক দামে কম, শক্তিশালী ইঞ্জিন, দেয় সর্বোচ্চ মাইলেজ।
তবে বাজাজ মোটর সাইকেল  এ বড় পরিবর্তন এসেছে বিএসআইভি ইঞ্জিন এ। এই বাইকে এখনও আছে ডিস্ক ব্রেক ও এনএস অপ্সান।

বাংলাদেশে বাজাজ পালসার ১৫০ ইউ জি ৪.৫ ২০১৭ মডেল  এর দাম

1,77,500/- ( Approx.)

বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫ ২০১৭ মডেল এর ইউটিউব ভিডিও-



বাজাজ হোন্ডা ১৫০ ইউজি ৪.৫ ২০১৭ মডেল এর স্পেসিফিকেশান ঃ

2017 Bajaj Pulsar 150 Specifications

Engine149cc, 4-stroke DTS-i, single-cylinder air-cooled
Max Power14.8bhp @ 9000rpm
Max Torque12.5Nm @ 6500rpm
Top Speed110kmph
Gearbox5-speed

নুতন বাজাজ পালসার ১৫০ এ আছে ১৪৯ সিসি, ৪ স্ট্রোক ডিটিএস -আই সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন যা এখন আপগ্রেড করা হচ্ছে বিএসআইভি নরমস এ। এই মোটর বাইকটি সরবোচ্চ শক্তি ১৪.৮ বিপিএইচ ৯০০০ আরপিএম এবং ১২.৫ এনএম টর্ক ৬৫০০ আরপিএম এতে। ট্র্যান্সমিশানেও পরিবর্তন করা হয়নি। তবে বলা হচ্ছে যে নুতন বাজাজ পালসার অনেক বেশী আরামদায়ক ড্রাইভিং এর জন্য। এর ক্লাচ আগের তুলনায় হালকা।

2017 Bajaj Pulsar 150 Mileage

City60kmpl
Highway65kmpl

2017 Bajaj Pulsar 150 Design Changes

বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫  এ সব  লেজার এজড গ্রাফিক এ প্রিমিয়াম পেইন্ট রয়েছে এই নুতন বাজাজ এ। উলফ আই ডিজাইনের হেড লাইট,সাথে টুইন  ল্যাম্প , গান মেটাল ইঞ্জিন কালার  এবং কালার কোড এলোয় হুইল ডেক্যালস।
এই বাইকে আছে কার্বন ফিবার এক্সেন্ট ও নুতন ই্যাস্ট্মেন্ট ক্লাস্টার গ্রাফিক। এর এক্রোডায়নামিক মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক একে দিয়েছে স্পোর্টস বাইকের মর্যাদা।এই বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫  রাস্তার গর্ব সাথে এনেছে ক্লিপ অন হ্যান্ডেল বার  পাস সুইচ । ইলেকট্রিক স্টার্ট ও ইঞ্জিন কিল সুইচ।
বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫ ২০১৭ মডেল  এর সাথে আছে ২৪০ মিমি ডিস্ক ও ১৩০ মিমি ড্রাম ব্রেক্স। এর সামনের টায়ার ২.৭৫ বাই ১৭ ও পিছনের টায়ার  ১০০/৯০ বাই ১৭ এমআরএফ টিউবলেস টায়ার  যা ম্যাট ব্লাক সিক্স স্পোক এলোয়।
বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫ ২০১৭ মডেল  এর ডায়মেনশান এর আগের মডেলের মতোই। এর পরিমাপ হল ২০৫৫ মিমি. লম্বা, ৭৫৫ চওড়া, ও ১০৬০ মিমি উচু যার গ্রাউন্ড ক্লিয়ারেস হল ১৬৫ মিমি। এর ওজন ১৪৪ কেজি ও হুইল বেইজ হল ১৩২০ মিমি।
বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫  এর ফুয়েল ট্যাঙ্ক  এর ধারন ক্ষমতা ১৫ লিটার।

2017 Bajaj Pulsar 150 Other Details

Dimensions
Length2055mm
Width755mm
Height1060mm
Ground Clearance165mm
Wheelbase1320mm
Kerb Weight144kg
Fuel Tank15-litre
Suspension System
Front – Telescopic with anti-friction bush
Rear – 5 way adjustable Nitrox shock absorber
Braking System
Front – 240mm Disc
Rear – 130mm Drum
Tyre Size
Front – 2.75X17
Rear – 100/90X17

ব্র্যান্ড -বাজাজ
মডেল বছর  -২০১৭
মডেল -পালসার ১৫০ ইউজি ৪.৫
বাজাজ পালসার ১৫০ ইউজি ৪.৫  এর ইঞ্জিন ক্যাপাসিটি ১৫০ সিসি

বাজাজ মোটরসাইকেল শো-রুম

বাজারে এসে গেল বাজাজের নুতন বাইক ভি, বাজাজ ভি১৫০ Blue Color

Read More

বাজাজ ভি১৫০, বাজাজ মোটর সাইকেল, এর নতুন মটর বাইক

বাজাজ মোটরসাইকেল শো-রুম

Comments