হুয়াওয়ে পি১০ এবং হুয়াওয়ে পি১০ প্লাস স্মার্টফোন রিলিজ-২০১৭
হুয়াওয়ে স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে পি৯ ফোন তৈরীতে দৃঢ় প্রচেস্টা চালিয়েছে। হুয়াওয়ে মোবাইল কোম্পানির প্রচেস্টার দরুন নতুন সাকেসর স্মার্ট ফোন হুয়াওয়ে পি১০ এবং হুয়াওয়ে পি১০ প্লাস। “রেড ডট” কোম্পানি অনুমোদিত আরেকটি ডুয়াল ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে হুয়াওয়ে।
একটু ফাংকি কালার এর সাথে থিন বডি প্রোফাইল। কোম্পানির কাস্টম এন্ড্রয়েড স্কিন, টপ পারফোমেন্স এবং যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট স্মার্ট ফোন হুয়াওয়ে পি১০ এবং পি১০ প্লাস।
ফেব্রুয়ারী,২০১৭ এ হুয়াওয়ে মোবাইল কোম্পানি ঘোষণা দেয়, পি১০ ও পি১০ প্লাস স্মার্ট ফোন মার্চ,২০১৭ এর মধ্যেই মার্কেট এ চলে আসবে।
হুয়াওয়ে মোবাইল দাম: হুয়াওয়ে পি১০ ও পি১০ প্লাস এর দাম
- হুয়াওয়ে পি১০ (৬৪জিবি, ৪জিবি র্যাম) এর দাম – ৬৫০ ইউরো
- হুয়াওয়ে পি১০ প্লাস (৬৪জিবি, ৪জিবি র্যাম) এর দাম – ৭০০ ইউরো
- হুয়াওয়ে পি১০ প্লাস (১২৮জিবি, ৬জিবি র্যাম) এর দাম – ৮০০ ইউরো
এর আগে হুয়াই মোবাইল বাজারে আনলো হুয়াই ফোন জিআর থ্রি যা বাজারে প্রচুর সারা ফেলেছে।
ডিসপ্লেঃ
হুয়াওয়ে পি১০ এবং পি১০ প্লাস এর রয়েছে ৫.১ ইঞ্চি ডিসপ্লে, ১০৮০পি দেখাতে সক্ষম। পুরো ফোনের সাইজ ৫.৫ ইঞ্চি, ডব্লিউকিউএইচডি প্যানেল। পুরো স্ক্রিন গোরিলা গ্লাস ৫ দ্বারা কটেড।
প্রসেসরঃ
হুয়াওয়ে পি১০ স্মার্টফোনে অক্টাকোর, কিরিন ৯৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর ৪জিবি র্যাম এবং রয়েছে ৬৪ জিবি স্ট্যান্ডার্ড স্টোরেজ। হুয়াওয়ে পি১০ প্লাস এ রয়েছে ৬জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ।
ব্যাটারিঃ
হুয়াওয়ে পি১০ মোবাইল ফোন এ রয়েছে ৩২০০এমএএইচ ব্যাটারি এবং পি১০ প্লাস এ রয়েছে ৩৭৫০mah পাওয়ার এর ব্যাটারি। দুটোই সুপার চার্জার সাপোর্ট করে।হুয়াওয়ে মোবাইল কেমন শক্তিশালী হবে? আপনার মতামত কি?
ক্যামেরাঃ
হুয়াই মোবাইল পি১০ এর ক্যামেরার নতুন ভার্ষন “লেইকা ডুয়াল ক্যামেরা ২.০ প্রো ইডিশন”। এতে এফ১.৯ সামিলাক্স-এইচ লেন্স এবং দুটি সেন্সর- রেগুলার শট এ ১২ মেগাপিক্সেল এবং সেন্সর ডেডিকেটেড শট এ ২০ মেগাপিক্সেল ছবি তুলতে সক্ষম।
দুটো ফোনেই অপ্টিক্যাল ইমেজ এবং ফোর ইন ওয়ান হাইব্রিড অটো ফোকাস সিস্টেম রয়েছে। হুয়াহুয়ে বলেছে, পি১০ ও পি১০ প্লাস এর ক্যামেরা সেটআপ এর সেরা পদ্ধতি হচ্ছে ল্যান্ডস্ক্যাপ, পোর্ট্রেইট এবং মাইক্রো শট।
যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য হুয়াই মোবাইল পি১০ ও পি১০ প্লাস স্মার্টফোন ই হচ্ছে বেস্ট।
আর যারা অনেক্ষন মোবাইল অন রাখতে চান তাদের জন্য- হুয়াওয়ে ওয়াই ৬ প্রো স্মার্টফোন : অধিক ক্ষমতা ও শক্তিশালী সম্পন্ন ব্যাটারি ।
ফিচার্সঃ
হুয়াওয়ে পি১০ স্মার্ট ফোন টি সিরামিক হোয়াইট, দাজলিং গোল্ড, গ্রাফিক ব্ল্যাক, মাইস্টিক সিলভার এবং রোজ গোল্ড কালারে পাওয়া যাবে। পি১০ ও পি১০ প্লাস স্মার্ট ফোনে ডাইমন্ড কাট ফিনিশিং, হাই গ্লোজ ও স্যান্ডব্লাস্ট দেওয়া হয়েছে।
হুয়াওয়ে পি১০ প্লাস আল্ট্রা স্লিম ৭মিমি., লাইটওয়েট বডি, ব্যাক কভারে ডুয়াল ক্যামেরা ফ্লুশ রয়েছে।
হুয়াওয়ে পি১০ ও পি১০ প্লাস এ আরও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। উন্নত স্ক্রিন এর জন্য সহজেই নেভিগেটিং করা যায়, টাচ স্পীড বৃদ্ধি পায়।
আর এটা বলার অপেক্ষা রাখে না যে হুয়াওয়ে জিআর৫ জনপ্রিয়তা ও চাহিদার শীর্ষে।
হুয়াওয়ে পি১০ এবং হুয়াওয়ে পি১০ প্লাস স্মার্ট ফোন ফুল স্পেসিফিকেশনঃ
নেটওয়ার্ক | টেকনোলোজি | জিএসএম/ এইচএসপিএ / এলটিই | |
লাঞ্চ | এনাউন্সড | ২০১৭, ফেব্রুয়ারি | |
স্ট্যাটাস | রিলিজ ২০১৭, মার্চ | ||
বডি | ডাইমেনশন্স | ১৪৫.৩ × ৬৯.৩ × ৭ মিমি. | |
ওয়েট | ১৪৫ গ্রাম | ||
সিম | সিঙ্গেল সিম (ন্যানো সিম) অথবা ডুয়াল সিম | ||
ডিসপ্লে | টাইপ | আইপিএস- এনইও এলসিডি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন | |
সাইজ | ৫.১ ইঞ্চি | ||
রেজুলেশন | ১০৮০ × ১৯২০ পিক্সেল | ||
প্রোটেকশন | কর্নিং গরিলা গ্লাস ৫ – ইমোশন ইউআই ৫.১ | ||
প্লাটফর্ম | ওএস | এন্ড্রয়েড ওএস ৭.০ (নওগাট) | |
চিপসেট | হাইসিলিকন কিরিন ৯৬০ | ||
সিপিইউ | অক্টাকোর ৪×২.৪ গিগাহার্টজ কর্টেক্স-এ৭৩ এবং ৪×১.৮ গিগাহার্টজ কোর্টেক্স-এ৫৩ | ||
জিপিইউ | মালি-জি৭১ এমপি৮ | ||
মেমরি | কার্ড স্লট | মাইক্রো এসডি, আপ টু ২৫৬ জিবি | |
ইন্টারনাল | ৬৪ জিবি, ৪ জিবি র্যাম / ১২৮জিবি, ৬ জিবি র্যাম | ||
ক্যামেরা | প্রাইমারি | ডূয়াল ২০ এমপি + ১২ এমপি, অটো ফোকাস, ডূয়াল এলইডি ফ্ল্যাশ | |
ফিচারস | টাচ ফোকাস, ফেস ডিটেকশন, এইচডিআর, প্যানারোমা | ||
ভিডিও | ২১৬০পি@৩০এফপিএস, ১০৮০পি@৬০এফপিএস | ||
সেকেন্ডারি | ৮ এমপি, এফ/১.৯ | ||
সাউন্ড | এলার্ট টাইপ | ভাইব্রেশন, এমপি৩, ওয়াভ রিংটোনস | |
- ২৪-বিট/১৯২ কিলোহার্টজ অডিও - একটিভ নয়েজ ক্যান্সেলেশন - ডেডিকেটেড মাইক | |||
কমনস | ডব্লিউ-ল্যান | ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ডুয়াল ব্যান্ড, ডিএলএনএ, ওয়াই-ফাই ডাইরেক্ট, হটস্পট | |
ব্লুটুথ | ৪.২, এ২ডিপি, এলই | ||
জিপিএস | এ-জিপিএস, গ্লোনাস/বিডিএস | ||
ইউএসবি | টাইপ- সি ১.০ রিভার্সেবল কানেক্টর | ||
ফিচার্স | সেন্সর | ফিঙ্গার প্রিন্ট, এক্সক্লেরোমিটার, গায়রো, প্রক্সিমিটি, কম্পাস | |
ম্যাসেজিং | এসএমএস, এমএমএস, ইমেইল, আইএম | ||
ব্রাউজার | এইচটিএমএল৫ | ||
-ফটো/ভিডিও এডিটর -ডকুমেন্ট ভিউয়ার - এমপি৩/ ডব্লিউএভি/ ফ্লাক প্লেয়ার - এমপি৪/ এক্সভিড প্লেয়ার - ফাস্ট ব্যাটারি চার্জিং | |||
ব্যাটারি | নন রিমুভাল লি-ইয়ন ৩২০০ এমএএইচ ব্যাটারি/ ৩৭৫০ এমএএইচ ব্যাটারি |
আরও পড়ুনঃ-
বাংলাদেশের সেরা ১০ টি মোবাইল ব্র্যান্ড ২০১৬
আইফন ৭ এর রিলিজ, দাম ,নিউজ এবং আইফোন ৭ এর ফিচার
ওয়ালটন প্রিমো আরএক্স ৫
Oppo F1s সেলফি এক্সপার্ট এর দাম, স্পেসিফিকেসান ও রিলিজ নিউজ
স্মার্টফোন সিম্ফনি এইচ ৩০০
ওয়াল্টন প্রিমো জিএইচ৬ মোবাইলঃ মার্শম্যালো ৬.০ অপারেটিং সিস্টেমের ওয়াল্টনের নতুন মোবাইল
ওয়ালটন প্রিমো ZX2 -রিভিউ
স্যামসাং গ্যালাক্সি এস ৭ -রিভিউ
Samsungs Galaxy S7 এবং S7 Edge-রিভিউ
হুয়াওয়ে জিআর৫ জনপ্রিয়তা ও চাহিদার শীর্ষে।
হুয়াওয়ে ওয়াই ৬ প্রো স্মার্টফোন : অধিক ক্ষমতা ও শক্তিশালী সম্পন্ন ব্যাটারি
হুয়াওয়ে পি ৯ মোবাইল
হুয়াই মোবাইল বাজারে আনলো হুয়াই ফোন জিআর থ্রি
Comments
Post a Comment