গেটসবাই ওয়াটার গ্লোস হেয়ার জেল রিভিউ

গেটসবাই ওয়াটার গ্লোস হেয়ার জেল রিভিউ

হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে গেটসবাই ওয়াটার গ্লোস হেয়ার জেল রিভিউ (Gatsby Super Hard Hair Gel) নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরব। এটাই আমার ব্যবহার করা প্রথম হেয়ার জেল।
আমার চুল একটু লম্বা ছিল। পাশাপাশি সেগুলো অনেকটাই নমনীয় ছিল। তাই এই নমনীয়তা ভাব বন্ধ করার জন্য আমি জেল জাতীয় কিছু খুজচ্ছিলাম। হঠাৎ করেই এই গেটসবাই ওয়াটার গ্লোস হেয়ার জেলটি নজর কাড়ে।


গেটস বাই এর জেলটি কয়েক লেভেলে পাওয়া যায়। আমি শুরুতেই একটু হার্ড লেভেল জেল ব্যবহার করা শুরু করি।

সতর্কতাঃ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। তবে জালাপোড়া হলে ব্যবহার বন্ধ করতে হবে।

যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভাল লেগেছেঃ

  • এটি দামে অনেকটাই সস্তা।
  • এটি আপনার চুলকে অনেক ভালো ভাবে আঁকড়ে রাখবে।
  • কৌটাটি দেখতে অনেকটাই সুন্দর।
  • এটা অনেকটাই দির্ঘস্থায়ী।
  • মেয়াদ প্রায় ৩ বছর।
  • আপনাকে দিবে একটু আর্দ্র লুক।

যে জিনিসগুলো ভাল  লাগে নিঃ

  • আপনার চুল যদি শুষ্ক হয় তবে খসখসে ভাব আসতে পারে।
  • চটচটে ভাবটা অনেকটাই বিরক্তি কর। প্রতি ব্যবহারের পর আপনাকে হাত ধুতে হবে।
  • উপকরণ দেখলে রসায়ন পরিচ্ছেদের মত মনে হবে।
  • এতে প্যরাবিন থাকে।
  • কোন সুগন্ধ নেই। আমি যদিও চুলের সুবাস অনেকটা পছন্দ করি, তবে যদি আপনি কোন সুবাসবিহীন জেল খুজে থাকেন তহলে এটি আপনার জন্যই।
[wp-review id="3158"]

আমার রেটিং : 4.0/5
গেটসবাই ওয়াটার গ্লোস হেয়ার জেল এর দামঃ  ৩00/- টাকা

আমার অভিজ্ঞতা 

যখন প্রথম প্রথম আমি জেলটি কিনি তখন আমি আমার চুলের নমনীয়তা ভাব দূর করার জন্য সেটা ব্যবহার শুরু করি। আমার চুল আগে  থেকেই সোজা প্রকৃতির ছিল। এটি আমার চুলে সুন্দর ও দৃষ্টিনন্দন ভাব এনে দেয়।
বাজারে এটি টিউব ও কাচের টাব বা কৌটা ২ ভাবেই পাওয়া যায়। আমি কাচের টাব বা কৌটা ব্যবহার করছিলাম।
কাচের কৌটাটি স্বচ্ছ কাচের তৈরি এবং এটির উপরে আছে ঢাকনা। এর উপকরণগুলো দেখতেই আমার রসায়ন পরিচ্ছেদের কথা মনে পড়ল। জেলটি ছিল হলুদাভ সবুজ। এবং ঘনত্ব ছিল অন্যান্য জেলের মতই।
গ্রীষ্মের সময় এটি গলে না। এটার ঘনত্বর কারনে এটি সাধারনত চুলকে অনেকটাই ভালোভাবে ধরে রাখতে পারে।
এটি দীর্ঘ সময় চুলকে স্থির বা হোল্ড করে রাখতে পারে যা প্রায় ৬ ঘন্টার সমান।


এটার হোল্ডিং ক্ষমতা চেক করার জন্য আমি চুলে তাপ ব্যবহার না করে শুধুমাত্র চুলে এটি প্রয়োগ করলাম ও কোঁকড়ানো ভাবে রাখলাম।
সকালে যখন ঘুম থেকে উঠলাম, দেখলাম আমার চুলে চমৎকার কোঁকড়ানো ভাব এসেছে যা প্রায় ৫ ঘন্টা স্থায়ী ছিল। এবং এই সময় আমার কলেজে যাওয়া ও আসার জন্য যথেষ্ট ছিল। এর ব্যবহার সম্পর্কে আপনাকে সচেতনতা অবলম্বন না করলেও চলবে।


কারন, আমরা এটি শুধুমাত্র চুলে ব্যবহার করবে।
অসধারন এই জেলটির মূল্যও অনেকটাই কম। যদিও এর মধ্যে কিছুটা চটচটে ভাব ছিল তারপরও এর ব্যবহার নিয়ে আমি অনেকটাই সন্তুষ্ট ছিলাম।
যাইহোক, এত কম মূল্যে এর চাইতে ভালো কিছু আশা করা যাবে না। তারপরও এটি যথেষ্টই ভালো। প্রতি কৌটাতে এর পরিমাণও অনেকটাই সন্তুষ্ট জনক।
যাদের চুল সোজা বা যারা একটু পেচানো ভাব জাতীয় চুলের স্টাইল পছন করে তাদের জন্য এটি উপযুক্ত।
আমি যখন ফ্রেঞ্চ ব্রেইড স্টাইল করেছিলাম, তখন সারা দিনেও একটি চুল সেই স্টাইল এর বাইরে যায় নি। তাই শুরু থেকেই এটি আমার পছন্দের একটি জেল।
কম মূল্যে এত ভাল জেলটি অবশ্যই পুনরায় কিনা উচিত।

Comments