গেম খেলবেন অথচ গেমিং ল্যাপটপ কিনতে পারছেন না ?

গেম খেলবেন অথচ গেমিং ল্যাপটপ কিনতে পারছেন না ?

আজই কিনে নিন স্বল্প মুল্যে হাই পারফর্মেন্স সম্পন্ন ল্যাপটপ, ওয়াল্টন প্যাশন WP156U3S ল্যাপটপ।

আমাদের মাঝে যারা উঠতি বয়সের এবং গেম এর পোকা তারা সবসময়ই ল্যাপটপ এর মাঝে গেম খেলার কথাই চিন্তা করে আমি নিজেও এক সময় চুরি করে লুকিয়ে লুকিয়ে বাবার ল্যাপটপ এ গেম খেলতে গিয়ে অহরহ মার খেয়েছি ।


আমাদের মাঝে যারা মধ্যবিত্ত তাঁদের হয়তো আর হাজার হাজার ডলার খরচ করে কিংবা লাখ খানেক টাকা ব্যায় করে গেমিং পিসি কিংবা কনসোল কিনে নেয়া সম্ভব না।



কিন্তু নিজের মনের গেম খেলার সেই বাসনাটাও কিন্তু চাপিয়ে রাখা সম্ভব না।

আর, তাই আপনি আপনার কাজের পাশাপাশি যদি চান গেম খেলতে কিংবা আপনার পরিবারের গেম পোকা মানুষটা কে উপহার হিসেবে ল্যাপটপ দিতে যা তার গেম সহ কাজের জন্যেও ব্যবহার হবে তবে আমি বলবো যাচাই করে দেখুন ওয়ালটন প্যাশন সিরিজের ওয়ালটন  ল্যাপটপ প্যাশন   WP156U3S ল্যাপটপটি ।

ওয়ালটন প্যাশন WP156U3S ল্যাপটপ এর  দাম

ওয়ালটন প্যাশন WP156U3S ল্যাপটপ এর  দাম – ৩১,৯৯০ টাকা

ওয়ালটন ই-প্লাজা থেকে কিনলে পাবেন- ৩০,০৭১ টাকায়
কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ কিনতে ও পারবেন।


ওয়ালটন প্যাশন WP156U3S ল্যাপটপের আকর্ষণীয় গেমিং ফিচারসমুহঃ

আপনি হয়তো এই ল্যাপটপের সাহায্যে অরিজিনাল গেমিং ল্যাপটপের মত 4K  আউটপুট নিয়ে গেম খেলতে পারবেন না।
পারবেন না হয়তো অনেক হাই ডেফিনিশনের গেম খেলতে কিন্তু চাইলেই পারবেন অনেক ধরণের গেম খেলতে যেমন ধরুন ভাইস-সিটি,নিড ফর স্পিড,স্নাইপার ,ব্যাটলফিল্ড এই টাইপের মন কারা সব গেম ।
এর মাঝে থাকা ফুল এইচডি গ্লেয়ার স্ক্রিন  আপনাকে দিবে আকর্ষণীয় এইচডি গেমিং ইন্টারফেস উপভোগ করার সুযোগ আছে ভাইব্রেন্ট কালার সিস্টেম , ক্লিয়ার ভিউ
%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%a8-%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%9f%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae

এবং
ওয়াইড এংলে ভিউ ফলে গেমিং এর সময় পুরো  ডিসপ্লে জুড়েই থাকবে গেমিং ইন্টারফেস আর ট্রু-কালার অপশনের ফলে কালার কম্বিনেশন কিংবা কালার ফেটে যাওয়া অথবা গ্রাফিক্স মিল না পরা এসব ঝামেলা আর ভোগ করতে হবেনা আপনাকে ।

গেম এর গতি অক্ষুণ্ণ রাখতে আছে ৪ গিগাবাইট র‍্যাম আছে ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ। অন্যান্য সব ল্যাপটপের মতই পাচ্ছেন আলট্রা লো পাওয়ার সম্পন্ন কোর আই থ্রি সিক্স জেনারেশন এর ইনটেল প্রসেসর ।

অন বোর্ড গ্রাফিক্স ফেসিলিটি থাকার কারনে  মোটামুটি ১ গিগাবাইট গ্রাফিক্স সাপোর্টেড সকল গেম আপনি আপনার ল্যাপটপ এ খেলতে পারবেন। ওয়াইড এঙ্গেল ভিউ এর কারনে ডিসপ্লে এর মাঝে থাকবেনা, আর কোন ধরণের কালো ছোপ ছোপ দাগ কিংবা অর্ধেক ডিসপ্লে জুড়ে নেগেটিভ এর মত ছবি দেখার মত বিরক্তিকর অবস্থা।

আসুন, তবে দেখি আরও কি কি সুবিধা পাচ্ছি আমরা আমাদের এই ওয়ালটন প্যাশন সিরিজের ল্যাপটপ এর মাঝে আর ওয়ালটন ল্যাপটপ কেমন
PU + Chipset• Intel® Core™ i3-6100U processor (6th Gen Ultra low power)
(14nm, 2.3GHz, DDR3L-1600MHz, 3MB smart cache, TDP: 15W)
 Display • 15.6”(39.62cm) HD(1366x768) 16:9 panel, 3.8mm
 Memory • 4 GB DDR3L
• Dual channel DDR3L
• Two 204 pins SODIMM sockets, support DDR3L 1600MHz (Real operation frequency depends on processor)
• Expandable memory up to 16GB, depends on 2GB/4GB/8GB SODIMM module
 Video Controller • Intel® HD Graphics 520
• Dynamic frequency
• Intel Dynamic Video Memory Technology
• Microsoft DirectX® 12 compatible
 Storage • 500 GB HDD, 5400 rpm, 7 mm.
• One changeable 9.5mm(H) Super Multi ODD , SATA interface
 Keyboard • Multi languages A4 size isolated keyboard with Bengali font (Bangladesh Layout)
• Built in touch pad with multi-gesture and scrolling function
 Sound System • High Definition Audio
• Built in microphone
• Built in two speakers
 I/O Ports • 2 x USB 2.0 ports
• 2 x USB 3.0 ports
• 1 x external VGA port
• 1 x HDMI™ output port (with HDCP)
• 1 x Headphone jack
• 1 x Microphone jack
• 1 x RJ-45 LAN port
• 1 x DC-in jack
 Card Reader • 9-in-1 Card reader
- MMC / RSMMC
- SD / mini SD / SDHC / SDXC
- MS / MS Pro / MS Duo
 Slots • Two M.2 Card slot
- 1st for WLAN Combo M.2 2230 Card with PCIe and USB interface
- 2nd for SSD M.2 2280 Card with SATA / PCIe Gen2 x2 interface
 Communication • Built in 10/100/1000Mb Base-TX Ethernet LAN
• 1.0M HD video camera
• Wireless LAN 802.11B/G/N + Bluetooth v4.0 + LE Combo M.2 2230 Card module
 Power • Full Range AC adapter, AC in 100~240V, 50~60Hz, DC output 19V 2.1A, 40W
• Embedded 4 cells Smart Lithium-Ion battery pack, 32WH (300 minutes)
 Security • Kensington® Lock
• Intel® PTT for system without Hardware TPM
 Operating System• Free DOS
(Genuine Windows on request)
• Supported Linux
 Dimension• 374(W) X 258.5(D) X 24.7(H)mm
• 2.1 Kg, including Barebone, ODD and 32WH Battery

তাহলে, আর ভাবনা কিসের সাধ্যের মাঝে আজই কিনে ফেলুন ওয়ালটন লেপটপ,  আপনার গেমিং ল্যাপটপ।

আশা করি আজকের ল্যাপটপের বিস্তারিত আলোচনা আপনাদের ভালো লেগেছে তাই বাজেটের কথা না ভেবে নিজের মনের ইচ্ছে পূরণ করতে চাইলে যাচাই বাছাই করে বেছে নিন আপনার পছন্দের ল্যাপটপ আর ব্যবহার করুন সাচ্ছন্দে। 

ওয়ালটন ল্যাপটপ রিভিউ নিয়ে আসব পরের কোন লিখাতে।

Comments