আমলকীর তেলঃ চুল পড়া রোধে ও ঝলমলে চুলের জন্য সেরা কিছু আমলা তেল ।

আমলকীর তেলঃ চুল পড়া রোধে ও ঝলমলে চুলের জন্য সেরা  কিছু আমলা তেল ।

আমলকীর তেল বহু বছর ধরে চুলের যত্নে জন্য ব্যবহার হয়ে আসছে। আমলকীর তেল খুসকি নিরসনে, চুল পড়া রোধে ও চুলের অন্যান্য সমস্যায় ব্যবহৃত হয়।“দাড়ি গজানোর ঔষধ,মুখে দাড়ি গজানোর টিপস ,দাড়ি ঘন করার উপায়”- এটি গুগল সার্চের জনপ্রিয় বিষয় ।
আমলকীর তেল দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে।  ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার  দাড়ি বড় করতে সাহায্য করে ।

আমলকী একটি উপমহাদেশের ফল যা খেতে ভীষণ টক আর শক্ত  কিন্তু এতে রয়েছে প্রচুর ভিটামিন সি।
আপনি বাসায় আমলকির তেল বানাতে পারেন যেভাবে তৈরি করবেন আমলকীর তেল বা বাজার থেকে চুলের তেল কিনতেও পারেন। অনেক বিখ্যাত ব্র্যান্ড বাজারে আমলকী তেল বিক্রি করছে এবং এরা সবাই দাবি করে যে তাদের পণ্য চুলে খুসকি, চুল পড়া, বন্ধ করে চুল ঝলমলে করে তুলেবে।

Click to read>>চুল পড়া রোধ করবে  জাদুকরী তেল আমলকী তেল

আসুন আজ আমরা কিছু ভাল আমলা তেল সম্পর্কে জানি ।

১) ডাবর আমলা হেয়ার ওয়েল (Dabur Amla Hair Oil)

আমলকী তেল যেগুলি বাজারে আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ডাবর আমলা । এটি একটি উচ্চ মানের কন্ডিশানিং এবং চুল গজানোর  তেল যা আপনার মাথার ত্বকের শুষ্কতা রোধ করে আর এই তেল অকালে চুল পেকে যাওয়া বন্ধ করে। চুলের বৃদ্ধি তরান্বিত করে আর খুসকি দূর করে। এর গন্ধ খুব চড়া । আপনি এটা রাতে ব্যবহার করতে পারেন। এটা চুলের জন্য ভালো তেল ।

ডাবর আমলা হেয়ার অয়েল- রিভিউ

ডাবর আমলা হেয়ার অয়েলর মূল্য এবং পরিমাপ

বোতলের আকার মূল্য(বাংলাদেশী টাকায়)

৪৫ মিলি : ৩৫
৯০ মিলি : 70
18০ মিলি : 140
275 মিলি : 195
450 মিলি : 275

২) নিহার শান্তি আমলা হেয়ার ওয়েল

নিহার শান্তি আমলা তেল অকালে চুল পেকে যাওয়া রোধ কওরে, খুসকি রোধ করে চুলে বৃদ্ধিতে সাহায্যোররে আর চুল পড়া কমায়। এই তেলে নারকেল তেলের সাথে আমলকী তেল  আমন্ড তেল মিশিয়ে তৈরি করা হয়।
নিহার শান্তি আমলা হেয়ার ওয়েল  এর মূল্য- ৩০০ মিলি. এর মূল্য- ১৫০ টাকা।

৩) খাদি পিউর আমলা হারবাল হেয়ার ওয়েল

খাদি পিউর আমলা হারবাল হেয়ার ওয়েল আপনার চুলে দেবে নরম  টেক্সচার আর প্রাকৃতিক ভাবেই চুল ঝলমলে করে তুলবে। এটি চুলের বৃদ্ধি করে আর নিয়মিত ব্যবহারে চুল ভেঙ্গে যাওয়া, খুসকি  রোধ করে  আর চুল ময়েসচারাইজ করে ।
খাদি পিউর আমলা হারবাল হেয়ার ওয়েল  এর মূল্য- ২১০ মিলি. এর মূল্য ৭০০ টাকা।

৪) বাজাজ ব্রাম্মি আমলা হেয়ার ওয়েল

বাজারের আর একটি জনপ্রয় আমলকী তেল হল বাজাজ ব্রাম্মি আমলা হেয়ার ওয়েল  যা সাথে ব্রাম্মি পাতা মিশান আছে। ব্রাম্মি পাতা স্মরণ শক্তি বৃদ্ধি করে । আমলকী  চুলে খুসকি রোধ করে  আর চুলকে মজবুত করে। এই তেলটি একটি প্রাকৃতিক কন্ডিশানার যা চুলের পেকে যাওয়া রোধ করে আর খুসকি তাড়ায়।
বাজাজ ব্রাম্মি আমলা হেয়ার ওয়েল  এর মূল্য – ২০০ মিলি. ১৫০ টাকা।

৫) পিউর ন্যাচারাল হারব রিচ আমলা হেয়ার ওয়েল

পিউর ন্যাচারাল হারব রিচ আমলা হেয়ার ওয়েল একটি অরগানিক তেল যা জবা ফুলের নির্যাস আর আমলকী দিয়ে তৈরি । এতে আরও রয়েছে প্রাকৃতিক জোজোবা, নারকেল, তিল, ও
আমন্ড তেল যা ভিটামিন সি ও ভিটামিন এ সমৃদ্ধ । এইসব প্রাকৃতিক উপাদানের মিশ্রণ আপনার চুল শক্ত আর লম্বা করতে খুবই কার্যকর।
পিউর ন্যাচারাল হারব রিচ আমলা হেয়ার ওয়েল  এর মূল্য- ১০০ মিলি. এর মূল্য- ৮০০ টাকা।

৬) জয়ী’স আমলা এন্ড  বেল রিভাইটালাইজিং হেয়ার টনিক

জয়ী’স আমলা এন্ড  বেল রিভাইটালাইজিং হেয়ার টনিক এ আছে আমলকী, জাতামানসী ও অন্যান্য ভেষজ হারবাল নির্যাস যা চুলের জন্য উপকারী। এই টনিকটি গ্রিজি না এবং মাথার ত্বকে পুষ্টি যোগায় ও চুল ঘন করে। এই টনিকটি হালকা ও পাতলা তাই শ্যাম্পু না করলেও সমস্যা নেই। আপনি কন্ডিশানারের মতো এটি ব্যবহার করতে পারবেন।

জয়ী’স আমলা এন্ড  বেল রিভাইটালাইজিং হেয়ার টনিক  এর মূল্য- ১০০ মিলি. এর মূল্য ২৩০ টাকা।

৭) জিয়া আমলা ননস্টিকি হেয়ার  ওয়েল

জিয়া আমলা নন স্টি কি হেয়ার  ওয়েল  ফর্মুলাটি আপনার চুল পড়া রোধ করে আর অকালে চুল পেকে যাওয়া থেকে রক্ষা করে। এতে রয়েছে আমলকী, আমন্ড আর জেসমিন নির্যাস রয়েছে। এটি চুলের গভীরে পৌঁছায়  আর চুলের বৃদ্ধি ঘটায় ।

জিয়া আমলা ননস্টিকি হেয়ার  ওয়েল  এর মূল্য- ৬০ মিলি. এর মূল্য ১৭০ টাকা।

যেভাবে তৈরি করবেন আমলকীর তেল

Comments