নিউট্রিজেনা সানব্লক ৪৫ রিভিউ

নিউট্রিজেনা সানব্লক ৪৫ রিভিউ


নিউট্রিজেনা সানব্লক ৪৫ একটি  উপযুক্ত সানস্ক্রিন ক্রিম বা সানব্লক ক্রিম যাদের ত্বক তৈলাক্ত ও যারা UVA ও UVB রশ্মি  থেকে উন্নত সুরক্ষা চান নিউট্রিজেনা সানব্লক ৪৫  রিভিউ তাদের জন্য ।

তৈলাক্ত ত্বকের জন্য সানস্ক্রিন যদি খুঁজে থাকেন নিঃসন্দেহে নিউট্রিজেনা সানব্লক (Neutrogena Ultra Sheer dry-touch Sunblock SPF ৪৫+) একটি ভালো সানস্ক্রিন ক্রিম এবং সানস্ক্রিন লোশন । সাথে সাথে, তৈলাক্ত ত্বকের ময়েশ্চারাইজার হিসিবেও এই সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।

Video :  নিউট্রিজেনা সানব্লক (Neutrogena Sunblock SPF ৪৫+)



নিউট্রিজেনা সানব্লক এর সবচেয়ে ভাল ফিচার হল এটি খুব সিল্কি ধরনের ও এটি খুব ঘন নয় তাই ত্বকে মিশে যায় যা অধিকাংশ সানস্ক্রিনেরই প্রধান সমস্যা ।

Click to read তৈলাক্ত ত্বকের জন্য সেরা ১০ টি  নাইট ক্রিম

আর এটি কার্যকরী ভাবে বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে ও সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ।

নিউট্রিজেনা সানব্লক এসপিএফ ৪৫ এর  ভাল দিক –

  • আপনার মুখের ত্বকের জন্য অল্প একটু দরকার ।
  • আপনার ত্বক সাদাটে করে তুলবে না।
  • এর গন্ধটি খুব হাল্কা তাই যারা ক্রিমের চড়া গন্ধ পছন্দ করে না তারা এটি পছন্দ করবেন।
  • ৪৫ সূর্য রশ্মি থেকে কার্যকরী ভাবে আপনার ত্বক রক্ষা করবে।
  • আমার এটা পছন্দ হওয়ার আরও একটা কারন হল এটি পানি নিরোধক। এমনকি ঘামেও এটি নস্ট হয় না।
  • ত্বকে এই ক্রিম লাগানোর পর ত্বক খুব হাল্কা লাগে।
  • এটা ব্যবহারের পর থেকে আমার খুব  কম  সানট্যান হয়।

নিউট্রিজেনা সানব্লক  এর খারাপ দিক-

  • ত্বক খুব বেশি ময়েসচারাইজ করে না । আর মুল্যটাও একটু বেশী ।

নিউট্রিজেনা সানব্লক এর দাম :

৮৫০ টাকা থেকে ১১০০ টাকা।

সানস্ক্রিন ক্রীম কি এবং কেন সানব্লক ক্রিম ব্যবহার করবেন? click to read more


নিউট্রিজেনা  ত্বকে কেমন লাগে আর এর গন্ধ কেমন-

এটির গন্ধ খুব মৃদু আর এটি ত্বকে লাগানোর পর গ্রিজি বোধ হয় না।
এই সানস্ক্রিন  ত্বককে সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে। ত্বক সিল্কি করে তুলবে, কিন্তু শাইনী বা সাদা করে তুলবে না। সারাদিন আপনার ত্বকে সুরক্ষা দেবে।

আর এই নিউট্রিজেনা সানব্লক  লাগানোর পর ত্বকে অন্য কিছু লাগাতে হবে না।

Click to read রঙ ফর্সা করার সবচেয়ে ভাল ১১ টি ফেয়ারনেস ক্রিম বা হোয়াইটেনিং ক্রিম


কোম্পানি কি দাবি করে?

এই নিউট্রিজেনা আলট্রা শিয়ার ড্রাই টাচ সানব্লক এসপিএফ ৪৫ যা দাবি করে নিউট্রিজেনা সানব্লক এসপিএফ ৪৫ এ
  • হেলিফ্লেক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ত্বককে ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে রক্ষা করে।
  • পানি ও ঘাম নিরোধক
  • ডারমাটোলজিক্যালী পরীক্ষিত ও স্বাস্থ্যকর
  • হাল্কা ও নন গ্রিজি ফিনিস দেবে আপনার ত্বকে
  • সংবেদনশীল ত্বকের জন্য ভাল
যদিও পণ্যটি এগুলি দাবি করছে কিন্তু ত্বকের জন্য এত কিছু করতে যেসব উপাদান থাকার দরকার সেসব গুলি উপাদান এই নিউট্রিজেনা আলট্রা শিয়ার ড্রাই টাচ সানব্লক এসপিএফ ৪৫  এ নেই ।

আমার অভিজ্ঞতা : সানস্ক্রিন ব্যবহারের নিয়ম

সানস্ক্রিন ব্যবহারের নিয়ম : ত্বকে লাগানোর পর প্রথমে ক্রিমি লাগলেও একটু  পরেই মিশে যায় ।এর  এসপিএফ ৪৫ ত্বকের জন্য একটি দারুন সুরক্ষা ।
তাই আমি বলব,  তৈলাক্ত বা খুব বেশি তৈলাক্ত ত্বকের জন্য ভাল একটি সানস্ক্রিন হল নিউট্রিজেনা আলট্রা শিয়ার ড্রাই টাচ সানব্লক এসপিএফ ৪৫ ।

কিনব কিনা

আমি আবার নিউট্রিজেনা আলট্রা শিয়ার ড্রাই টাচ সানব্লক এসপিএফ ৪৫  কিনব কিনা – হ্যাঁ আমি এই সানস্ক্রিনটি অবশ্যই আবার কিনব,
কারন সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আমার তৈলাক্ত ত্বক সুরক্ষায় এটি অত্যন্ত কার্যকর।

সেরা ২০টি ছেলেদের ফেসওয়াস click to read

Comments