হিরো মটরসাইকেলের দাম ২০১৬
হিরো মটরসাইকেলের দাম ২০১৬ (hero honda price in bangladesh) নিয়েই আজকে বিশদ আলোচনা।
হিরো মটো কর্পোরেশন লিমিটেড হিরো হোন্ডা মোটর সাইকেল কোম্পানি নামে বেশি পরিচিত। যা ম্যানুফেকচার করা হয় ভারতে।
১৯৮৪ সালে ভারতের সবচেয়ে জনপ্রিয় বাইসাইকেল ম্যানুফেকচার হিরো এবং জাপানের হোন্ডা মিলে হিরো হোন্ডা নামে তাদের হিরো মোটর সাইকেল যাত্রা শুরু করে।২০১০ সালে হিরো মোটর সাইকেল কোম্পানির পুরো শেয়ার কিনে হিরো মটো কর্পোরেশন নামে যাত্রা শুরু করে।
হিরো কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ ম্যানুফেকচার ও বাইক সেলার কোম্পানি। আর তাই বাংলাদেশেও হিরো হোন্ডা এর অবস্থান রয়েছে। কোম্পানির শুরুকাল থেকেই বাংলাদেশে হিরো মটো এর হিরো হোন্ডা পাওয়া যাচ্ছে।
নিলয় মটরস লিমিটেড হিরো মটো কর্পোরেশন এর ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে পণ্য বাজারজাত করে। তারা সকল ধরনের হিরো মটরবাইক বাংলাদেশে বিক্রি করে থাকে।বিভিন্ন ক্যাটাগরির ও মডেল এর হিরো মটরসাইকেল আমাদের দেশে পাওয়া যাচ্ছে এবং যা খুবই সল্প দামে।
সম্প্রতি হিরো তাদের মটরসাইকেল এর দাম বাংলাদেশী মার্কেটে আপডেট করেছে।
আসুন জেনে নেই, হিরো বাইক দাম ২০১৬ (hero honda price in bangladesh)।
মোটর বাইক চালানোর সময় আপনার কি কি পরিধান করা উচিৎ
বাংলাদেশের মার্কেট এ হিরো মটরসাইকেল এর দাম ২০১৬ (hero honda price in bangladesh) সম্পর্কে নীচে বিস্তারিত দেওয়া হল।
বাইক বিডি ঃ বাংলাদেশে মোটর সাইকেল রেজিষ্ট্রেশন করার নিয়মাবলী
১০০ সিসি মটরসাইকেলের দাম ২০১৬
১০০সিসি মটরসাইকেল বাংলাদেশে খুবই জনপ্রিয়। এখানে হিরো মটরসাইকেল এর এই ক্যাটাগরিতে ১১টি মটরসাইকেল রয়েছে। সবগুলো আমাদের দেশে পাওয়া যায় না। কিন্তু বেশির ভাগই এদেশের রাস্তায় চলতে দেখা যায়।
মটর সাইকেল ছবি
Read More [বাংলাদেশে জনপ্রিয় ১০ টি ১০০ সিসি মোটর বাইক]
Read More [মোটরসাইকেল ধৌত করার সর্বোত্তম ১০টি টিপস]।
হিরো বাইক দাম
১. হিরো এইচএফ ডাউনঃ এই হিরো হোন্ডা মোটর সাইকেলের দাম ১,০৭,৪৯০.০০ টাকা।
২. হিরো এইচএফ ডিল্যাক্স কিকঃ এই মোটর সাইকেলের দাম ১,১৪,৯৯০.০০ টাকা।
৩. হিরো এইচএফ ডিল্যাক্স সেল্ফঃ এই মোটর সাইকেলের দাম ১,২৯,০০০.০০ টাকা।
৪. হিরো স্পেন্ডার প্লাস এসপিকে কিকঃ এই মোটর সাইকেলের দাম ১,২৫,৯৯০.০০ টাকা।
৫. হিরো স্পেন্ডার প্লাস চ্যাষ্ট কিকঃ হিরো বাইক দামঃ নতুন মুল্য ১,২৯,৯৯০.০০ টাকা।
৬. হিরো স্পেন্ডার প্লাস প্রো চ্যাষ্ট সেল্ফঃ এই মটরসাইকেলের দাম ১,৩৩,৯৯০.০০ টাকা।
৭. হিরো প্যাশন প্রো চ্যাষ্ট সেল্ফঃ এই মটরসাইকেলের দাম ১,৪৪,৪৯০.০০ টাকা।
৮. হিরো প্যাশন প্রো ডিস্ক সেল্ফঃ মটরসাইকেলের দাম ১,৪৭,৯৯০.০০ টাকা।
৯. হিরো প্লেসিউর শিট মেটালঃ মটরসাইকেলের দাম ১,২৯,৯৯০.০০ টাকা।
১০. হিরো প্লেসিউর চ্যাষ্ট হুইলঃ এই বাইকটির নতুন মুল্য ১,৩৪,৯৯০.০০ টাকা।
১১. হিরো আই-স্মার্টঃ এই বাইকটির নতুন মুল্য ১,৪০,৯৯০.০০ টাকা।
১২৫সিসি মটরসাইকেল-
এই ক্যাটাগরিতে মাত্র ৩টি মটরসাইকেল পাওয়া যায়। সবগুলোই বাংলাদেশে পাওয়া যায় এবং এগুলোতে অতিরিক্ত বৈশিষ্ট্যও রয়েছে।
১. হিরো সুপার স্প্লেন্ডারঃ এই মটরসাইকেলটির সর্বশেষ দাম ১,৪৮,৯০০.০০ টাকা।
২. হিরো গ্ল্যামোর ড্রাম সেল্ফঃ এই মটরসাইকেলটির সর্বশেষ দাম ১,৫২,৯৯০.০০ টাকা।
৩. হিরো গ্ল্যামোর ডিস্ক সেল্ফঃ এই মটরসাইকেলটির সর্বশেষ দাম ১,৫৭,৪৯০.০০ টাকা।
১৫০সিসি মটরসাইকেল-
এই ক্যাটাগরির মটরসাইকেল বাংলাদেশে খুব জনপ্রিয়। বিভিন্ন টাইপ এর ৬টি মটরসাইকেল এখানে পাওয়া যায়। সবগুলোই বাংলাদেশে খুব জনপ্রিয়।
১. হিরো হাঙ্ক সিঙ্গেল ডিস্কঃ এই মটরসাইকেলটির সর্বশেষ দাম ১,৯১,৯৯০.০০ টাকা।
২. হিরো হাঙ্ক ডাবল ডিস্কঃ এই মটরসাইকেলটির সর্বশেষ দাম ২,০৩,৯৯০.০০ টাকা।
৩. এক্সট্রিম সিঙ্গেল ডিস্কঃ এই মটরসাইকেলটির সর্বশেষ দাম ১,৮৯,৯৯০.০০ টাকা।
৪. এক্সট্রিম ডাবল ডিস্কঃ এই মটরসাইকেলটির সর্বশেষ দাম ১,৯৯,৯৯০.০০ টাকা।
৫. এক্সট্রিম স্পোর্টস সিঙ্গেল ডিস্কঃ এই মটরসাইকেলটির সর্বশেষ দাম ১,৯৯,৯৯০.০০ টাকা।
৬. এক্সট্রিম স্পোর্টস ডাবল ডিস্কঃ বাইকের দাম ২,১৭,৪৯০.০০ টাকা।
মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্্ মটর সাইকেল লাইসেন্স ফি
মোটরবাইক লাইসেন্স এবং মোটরসাইকেল নিবন্ধন ফি পুনঃনির্ধারণ
মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন?
ড্রাইভিং লাইসেন্স করার উপায়
ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক ও উত্তর
মোটর বাইকিং And ড্রাইভিং A টু Z [পর্ব-০১] :: সূচনা, বিভিন্ন মটরসাইকেল, কেনার সময় লক্ষণীয় ও বাইক ইঞ্জিন
বাইক চালানোর নিয়ম জানতে হলে কিম্বা মটর সাইকেল চালানোর নিয়ম সম্পর্কে জানতে হলে নীচের আর্টিকেল এ ক্লিক করুন
মোটরসাইকেল চালানোর কিছু প্রয়োজনীয় পরামর্শ,নূতনদের জন্য
এপাচি বাইকঃ
(TVS APACHE RTR) এপাচি আর টি আর হল, টিভিএস মটরস এর একটি নতুন বাইক (টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের) ।এটি ১৫০ সি সি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন দ্বারা পরিচালিত,যা এই নতুন টিভিএস মোটরসাইকেল বাইকটিকে সর্বোচ্চ ১১.১৯ কিলোওয়াট ক্ষমতা দিতে পারে । এর রোটেটিং স্পিড @৮৫০০ আরপিএম এর ম্যাক্সিমাম টর্ক ১৩.১ এন এম @৪০০০ আর পি এম ।
মোটর সাইকেল রেজিষ্ট্রেশন করার নিয়ম
ReplyDelete