স্যামসাং গ্যালাক্সি জে১ ২০১৬ ( samsung Galaxy J1 2016)
স্যামসাং গ্যালাক্সি জে১ ২০১৬ ( samsung Galaxy J1 2016) স্মার্টফোন বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ।
স্যামসাং বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড। বাজারে স্যামসাং গ্যালাক্সি মোবাইল এর দাম কম হওয়ায় এর চাহিদা প্রচুর। এর আগে স্যামসাং গ্যালাক্সি জে২, স্যামসাং গ্যালাক্সি জে৫, স্যামসাং গ্যালাক্সি এস৬,স্যামসাং জে২ সহ কিছু নতুন মডেল বাজারে এনেছে। এগুলো বাজারের সেরা তালিকায় উঠে এসেছে। সর্বশেষ গ্যালাক্সি এস এবং গ্যালাক্সি নোট এর সংস্করন বাজারে আলোড়ন সৃষ্ট করেছে।
স্যামসাং গ্যালাক্সি জে১ ২০১৬ : samsung Galaxy J1 2016
নতুন স্যামসাং গ্যালাক্সি জে১ মোবাইল ফোন স্যামসাং এর অন্যান্য ফোন এর তুলনায় এর দাম অনেক কম। এটার রয়েছে ৫.৪ ইঞ্চি ডিসপ্লে, সাথে শুধুমাত্র ৪৮০*৮০০ পিক্সেল এর রেজুলেশন। স্যামসাং গ্যালাক্সি মোবাইল আরও রয়েছে সুপার অ্যামোলেড প্রযুক্তির ব্যাবহার।
স্যামসাং গ্যালাক্সি জে১(samsung Galaxy J1 2016) এর প্রসেসর এ রয়েছে কোয়াড কোর চিপসেট, যার স্পীড ১.৩ GHz । সম্ভবত স্যামসাং এক্সিনস ৩৪৭৫ SOC । এর মেমোরির ১ জিবি র্যাম, অন বোর্ড ষ্টোরেজ ৮ জিবি।
স্যামসাং গ্যালাক্সি জে১, ২০১৬ এর মেইন ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং পিছনের ক্যামেরা ২ মেগাপিক্সেল। এর ব্যাটারির ক্ষমতা ২০৫০mAh । নতুন স্যামসাং গ্যালাক্সি জে১ ৪জি নেটওয়ার্ক এ ব্যাবহার করা যায়। এই বৈশিষ্ট্য স্যামসাং গ্যালাক্সি জে১(samsung Galaxy J1 2016) ৪জি ও জে১ এস। এর ক্লক স্পীড ৩০০ mAh এবং এটি এন্ড্রয়েড ৫.১.১ ললিপপ ভার্সন। স্যামসা গ্যালাক্সি জে১ এর পর জে১ এস এর পারফমেন্স অনেক বেশি কিন্তু দামে কম হবার কারনে অনেকই এটি পছন্দ করবেন।
স্যামসাং গ্যালাক্সি জে২
Read more [Samsung Galaxy J2 (2016): Release date, specifications, price in bd]
স্যামসাং গ্যালাক্সি জে১ এর দাম
বর্তমানে বাজারে স্যামসাং গ্যালাক্সি জে১ এর দাম ৯,৬৪৯০/- টাকা মাত্র। যা তুলনামুলক ভাবে অনেক কম।
নকল স্যামসাং ফোন চেনার উপায়ঃ
বিভিন্ন বাজারে প্রায় সকল ধরনের মোবাইল ফোন এর নকল বিক্রি হয়। বেশির ভাগ দামি স্মার্টফোন গুলোর নকল দেশে ছড়িয়ে পড়ে। বিশেষকরে, অ্যাপলের আইফোন, স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম, স্যামসাং গ্যালাক্সি জে৫, স্যামসাং গ্যালাক্সি এস৬ সহ অনেক স্মার্ট ফোন এর নকল কপি বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এমনকি নকল ঘোষণা দিয়েই বিক্রি হচ্ছে। কোন দোকানদার নকল স্মার্ট ফোন গুলো আসল বলে গুছিয়ে দিচ্ছেন সাধারণ মানুসের হাতে।
নকল স্মার্ট ফোন গুলোর বেশির ভাগই স্যামসাং এর। আই ফোন এর মত নকল স্যামসাং এর কপি গুলো তৈরি হয় চীনে। নকল হওয়া স্মার্ট ফোন এর মধ্যে স্যামসাং এর সংখ্যা বেশি। তবে সনি ও এইচটিসি ব্র্যান্ড এর স্মার্ট ফোন গুলোও নকল কপি বাজারে দেখা যায়।
আসল স্যামসাং মোবাইল চেনার উপায়ঃ স্যামসাং মোবাইল চেনার উপায়
আসল স্যামসাং মোবাইল চেনার উপায় বা স্যামসাং মোবাইল চেনার উপায় জানতে হলে নীচের দিক নির্দেশনা ফলো করুন।
১. ফোনটি তে *#০*# চাপুন। এল সি ডি টেস্ট দেখা যাবে।
২. ফোনটি তে *#০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে।
৩। ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর দেখা যাবে।
৪। *#০৬# নম্বর চাপলে আপনার মোবাইল এর আইএমইআই (IMEI) দেখাবে। তারপরhttp://www.imei.info/ এই লিঙ্ক এ গিয়ে চেক করলে আসল হলে ফোনের কিছু তথ্য দেখাবে। নকল হলে কিছুই আসবে না।
৫। *#১৯৭৩২৮৬৪০# চাপলে স্যামসাং এর সার্ভিস মোড দেখাবে। যা নকল ফোন এ দেখাবে না।
নকল ফোন এ এই নম্বর গুলো কাজ করবে না। তাই মোবাইল ফোন কেনার আগে এই কোড গুলো দিয়ে আসল নাকি নকল তা পরীক্ষা করে নিন।
Comments
Post a Comment