মোটর সাইকেল চালানো শুরুর আগে বাইকের প্রি রাইড চেক করুন
মোটর বাইক চালানোর নিয়ম এ আপনি যতই দক্ষ হন না কেন, মোটর বাইক চালানো শুরুর আগে আপনি অবশ্যই বাইকের প্রি রাইড চেক করুন।
আপনি জানেন কি -বিমানের পাইলটরা প্রতিবার বিমান নিয়ে আকাশে ওড়ার আগে একবার চেক করেন যাকে বলে ভিজুয়াল অ্যান্ড ম্যাকানিকাল ইন্সপেকশান অফ এয়ার ক্রাফট । আপনার মোটর বাইক নিয়ে দূরে বের হবার আগে আপনারও কিন্তু একবার প্রি রাইড চেক অত্যাবশ্যক। এতে সময় খুব অল্প লাগবে। কয়েক মিনিট এর ব্যাপার কিন্তু এটা আপনার যেকোনো দুর্ঘটনা এড়ানোর জন্য খুব ভাল ও কার্যকরী একটি বিষয়।
স্পোর্টস বাইক কেনার আগে-স্পোর্টস বাইকটিকে ভালোভাবে জানুন
আসুন জেনে নেই মোটর সাইকেল চালানো এবং প্রি রাইড চেকের জন্য কি কি করতে হবে আপনাকে-
১) টায়ার-
টায়ারের বাইরের দিক খুব ভালোভাবে দেখুন কোথাও কোন ড্যামেজ আছে কিনা। খুব পুরানো হয়ে গেছে কিনা । আর প্রতি সপ্তাহে অন্তত একবার টায়ারের প্রেসার চেক করবেন নিরাপত্তার জন্য।
২) রিমস –
ডার্ট বাইক ও ডুয়াল স্পোর্টস বাইকের স্পোক চেক করে দেখুন। কোনটা ভাঙ্গা আছে কিনা। একটি স্ক্র ড্রাইভার নিয়ে স্পোক এর উপরে চেক করে দেখুন। এতে যদি কোন স্পোক ঢিলা থাকে সেটি অন্যরকম শব্দ করবে।
নুতন মোটরবাইক কেনার ১0 টি অত্যাবশ্যক টিপস
৩)লিকস –
আপনার বাইক থেকে কোন অবস্থাতেই যেন তেল , ফুয়েল , ব্রেক ফ্লুইড , কুলান্ট লিক না করে সেটি চেক করুন প্রতিবার বাইক চালানো শুরুর আগে।
৪)ট্রলি–
কোন বাধা ছাড়া ট্রলি ঠিকমতো চলছে কিনা তা চেক করুন। আর এটি নিজ শক্তিতে সম্পূর্ণ বন্ধ হচ্ছে কিনা তাও পরীক্ষা করুন।
৫)ব্রেক-
ব্রেক লিভার পুল করে আর প্যাডেল ডিপ্রেস করে দেখুন সাধারণ ভাবে চলার মতো এটি অপারেট করছে কিনা ।
৬)লাইট –
আপনি বাইক চালানো শুরুর আগে নিশ্চিত হবেন যে , ব্রেক, টেইল লাইট , হেড লাইট ও ইন্ডিকেটর লাইট ঠিকমতো জ্বলছে কিনা।
মোটরসাইকেল নির্বাচন করবেন কীভাবে: নতুন চালকদের মোটরসাইকেল নির্বাচন
৭)ইঞ্জিন ওয়েল –
ইঞ্জিন ওয়েল চেক করুন আরও দরকার আছে কিনা তা নিশ্চিত হন।
8)ফুয়েল লেভেল –
ফুয়েল লেভেল অবশ্যই চেক করবেন ।
৯)ড্রাইভ চেইন –
ড্রাইভ চেইনের অবস্থা চেক করুন। এর লুব্রিকেশান ঠিক আছে কিনা পরীক্ষা করুন।
১০)ক্লাচ –
নিরাপদে ও ভালোভাবে বাইক চালানোর জন্য পরীক্ষা করুন।
১১)ক্যাবলস –
কোন ক্যাবল লুজ আছে কিনা কন্ট্রোল ঠিকমতো হবে কিনা তা চেক করুন। মোটরসাইকেল চুরি প্রতিরোধ করবে।
১২) নাট ও বোল্টু –
চেক করে দেখুন কোনটা লুজ বা ভাঙ্গা আছে কিনা যা পড়ে যেতে পারে। ডার্ট বাইক রাইডের আগে অবশ্যই পরীক্ষা করবেন। নাট ও বল্টু টাইট রাখুন বিশেষ করে এক্সজস্ট সিস্টেম এর ।
মোটর বাইক রিভিউ পড়তে পারেন bike.com.bd সাথে জেনে নিন মোটর বাইকের দাম
Comments
Post a Comment