মোটরবাইকনিয়ে রেল লাইন রোড ক্রসিং করবেন কীভাবে?


মোটরবাইকনিয়ে রেল লাইন রোড ক্রসিং করবেন কীভাবে?



 মোটরবাইক নিয়ে রেল লাইন রোড ক্রসিং করবেন কীভাবে এবং একজন দক্ষ মোটর বাইক চালক হয়ে উঠবেন এবং মোটর বাইক চালানোর নিয়ম  ভাল ভাবে রপ্ত করবেন, সেজন্যই আমাদের এই রেল লাইন রোড ক্রসিং টিপস


বাইক চালানোর সময়  বা মোটর বাইকিং এর সবচেয়ে জরুরী হল, সতর্ক থাকা এবং সব সময় সতর্ক থাকা। এক মুহূর্তের অসতর্কতা আপনাকে অনেক বড় বিপদের দিকে ঢেলে দিতে পারে, হতে পারে আপনার জীবন মরন সমস্যা। মোটরসাইকেল চালানোর নিয়ম এবং মোটরসাইকেল আইন  মেনে চুলুন।


নুতন মোটরসাইকেল  চালকেরা সহজেই রেল লাইন রোড  ট্রেন কিম্বা ট্রাক এর নিকটে চলে যেতে পারেন। এমনকি যারা অনেক দিন থেকে মোটরসাইকেল  চালাচ্ছেন তাদের ও রেইল ট্রেনের ব্যাপারে সাবধান থাকা দরকার। রেল রোড ক্রসিং খুব কঠিন নয়, যদি আপনি সেটা জানেন কিভাবে করতে হয়।
 গুরুত্তপূর্ণ হল, আপনি যখন রেল রোড পার হবেন ৯০ ডিগ্রী কোণে পার হবেন বা এর যতটা কাছাকাছি পারেন। এর অর্থ হল, আপনি যখন রেল রোড পার হবেন তখন ৯০ ডিগ্রী বা এর কাছাকাছি কোণে পার হয়ে আবার আপনি আপনার মোটরবাইক সোজা ভাবে চালাতে শুরু করবেন। গ্যাসের উপর থাকবেন, যখন রেইল রোড পার হবেন। আবার আপনার বাইক ধীর গতিতে এনে গ্যাস দিয়ে  ক্রস করুন।

এতে কি হবে সেটাও জানা দরকার!!!!!

এর ফলে আপনার বাইকের সামনের দিক হালকা হবে আর আপনি আপনার স্টিয়ারিং এর উপর বেশী নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এর ফলে সামনের হুইল গ্রাব করবে না ।

পরিশেষে, পেগের উপর ওজন দিন। আপনাকে দাঁড়াতে হবে না, কিন্তু আপনার বুট ১ ইঞ্চি উপরে উঠিয়ে বাইকের সাসপেন্সানে পা রাখুন আর আপনার শরীরের ওজন দিয়ে চেসিসের নিচু পয়েন্টে পুশ করুন যেখানে পেগ ফ্রেমের সাথে যুক্ত হয়েছে।
 হ্যান্ডেলবার শক্ত করে ধরে রাখবেন ও সামনে এগিয়ে যাবেন। আর এভাবেই আপনি আপনার বাইক নিয়ে সহজেই রেল রোড ক্রস করতে পারবেন।




Comments