শুষ্ক ত্বকের জন্য সেরা ৫ টি ভালো নাইট ক্রিম

শুষ্ক ত্বকের জন্য  সেরা ৫ টি ভালো নাইট ক্রিম


শুষ্ক ত্বকের জন্য সেরা নাইট ক্রিম কোনগুলো কেননা, সবাই তৈলাক্ত ত্বকের নাইট ক্রিম খুঁজে বেড়াই। আসুন, জেনে নিই শুষ্ক ত্বকের জন্য  সেরা ৫ টি ভালো নাইট ক্রিম
কোণ ধরণের ত্বককে আমরা শুষ্ক ত্বক বলি? যেসব ত্বক  প্রাণহীন আর আদ্রতা কম । এই ত্বকে খুব সহজেই ভাঁজ পরে । তাই, শুষ্ক ত্বকের ক্রিম  শুষ্ক ত্বকে যত্নে ময়েসচারাইজার হিসাবে ভহাল কাজ করে। শুষ্ক ত্বকে যত্ন, শুষ্ক ত্বকে দিনে ও রাতে সব সময় ময়েসচারাইজার লাগাতে  হয় ত্বক আদ্র আর সজীব রাখতে।


নাইট ক্রিম ব্যবহার

নাইট ক্রিম ব্যবহার কেন করবেন?  অনেকই আমাদের ইনবক্স  এ বিষয়  এ জানতে চেয়েছেন, এবার আসুন আমারা জেনে নেই , নাইট ক্রিম আসলে কি ও নাইট ক্রিম ব্যবহার কেন করবেন?  নাইট ক্রিম হল এমন একটি ক্রিম যাতে ভিটামিন, এন্টি অক্সিডেন্ট ও এন্টি এজিং উপাদান থাকে।  নাইট ক্রিম আমাদের ত্বক নরম ও মসৃণ রাখে  ও ত্বক পুনরুজ্জীবিত করে তোলে।

কেন আমাদের নাইট ক্রিম দরকার

 ডে ক্রিম গুলি সাধারণত এমন সব উপদানে তৈরি যা আপনার ত্বককে সূর্য রশ্মির হাত হতে রক্ষা করে। আর এতে ত্বকে পুষ্টির জন্য সব ধরণের উপাদান নাও থাকতে পারে।  আর এখানেই নাইট ক্রিমের দরকার।

রঙ ফর্সা করার সবচেয়ে ভাল ১১ টি ফেয়ারনেস ক্রিম বা হোয়াইটেনিং ক্রিম


নাইট ক্রিমের উপকারিতা-

  • নাইট ক্রিমের উপকারিতা আপনি হটাত করে পাবেন না। তবে এর ফলাফল দিনে দিনে  আপনার মুখের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।
  • নাইট ক্রিম ত্বক কোমল নরম করে তোলে।
  • সঠিক নাইট ক্রিমের ব্যবহারে বয়সের ছাপ পড়বে দেরিতে।
  • সৌন্দর্যকে ধরে রাখার জন্য ।
আসুন জেনে নেই,

 শুষ্ক ত্বকের জন্য  সেরা ৫ টি ভালো মানের নাইট ক্রিমের নাম ও বৈশিষ্ট্য

১) ওলে রিজেনারিস্ট নাইট রিকভারি ময়েসচারাইজিং ক্রিম (Olay Regenerist Night Recovery Moisturizing Cream)

নাইট ক্রিমের দাম – ৪৫ গ্রামের দাম ২৪০০ টাকা ।
regen_nightrecoverycream_carousel
Image Source: www.gcastd.org
শুষ্ক ত্বকের জন্য খুব ভাল মানের ফেয়ারনেস নাইট ক্রিম এটি। এটি ময়েসচারাইজিং ক্ষমতা অনেক বেশী আর ত্বক নরম ও মসৃণ করে।  আপনি যখন ত্বকে নিয়মিত এই ফেয়ারনেস  নাইট ক্রিম লাগাবেন তখন ত্বক উজ্জ্বল হবে আর আর ভাঁজ পরবে না।   নাইট  ক্রিমে যে এন্টি অক্সিডেন্ট আছে তা ত্বকের জন্য খুব ভাল। অনেকে-ই  এই ক্রিমের কড়া গন্ধ পছন্দ করেন না, কিন্তু  ত্বক কে হাইড্রেট  রাখতে এটি খুব ভাল কাজ করে।
আমি ব্যক্তিগত ভাবে মনে করি, এটি একটি ভাল নাইট ক্রিম যা শুষ্ক ত্বকে উপর খুব ভাল কাজ করে।  ওলে রিজেনারিস্ট নাইট রিকভারি ময়েসচারাইজিং ক্রিমটি খুব হাল্কা তাই সেনসিটিভ ত্বকের জন্যও এটা ভাল ।

২) অরিফ্লেম অপটিমাল ম্যাট টাচ নাইট জেল ক্রিম (Oriflame Optimals Matte touch Night Gel Cream)

নাইট ক্রিমের দাম – ৫০ গ্রামের জারের মূল্যে ১২০০ টাকা।
%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae
Source Image: Amazon.in
শুষ্ক ত্বকের জন্য এটি অত্যন্ত ভাল একটা ক্রিম যা আপনার ত্বককে ম্যাট ও ফ্রেস রাখবে । অপটিমাল ম্যাট টাচ ফরমুলাতে আছে একুয়ালাইজিং কমপ্লেক্স যা আপনার ত্বকের অমসৃণতা দূর করে ত্বক পিউরিফাইড  করে। শুষ্ক জায়গা গুলি ময়েসচারাইজ করে আর মসৃণ রাখে। মহিলাদের জন্য এটি ভাল একটি নাইট ক্রিম যেটির অনেক ভাল রিভিউ রয়েছে। এটি ত্বককে তেলেতেল  করে তোলে  না ।
আমার ব্যক্তিগত মতামত  হল, অরিফ্লেম অপটিমাল ম্যাট টাচ নাইট জেল ক্রিমটিতে ত্বক সজিব রাখার অনেক ভাল উপাদান রয়েছে যা ত্বক সুন্দর রাখবে  ও কার্যকরীভাবে শুষ্ক ত্বক হাইড্রেট  করবে।

৩) জারজেন ‘স আলট্রা হিলিং ময়েসচারাইজার ক্রিম (Jerjens Ultra Healing Moisturiser Cream)

নাইট ক্রিমের দাম –  ২৯৫ মিলি. এর মূল্যে  ৬২০ টাকা
%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae
Source:Amazon.com
জারজেন’ স আলট্রা হিলিং ময়েসচারাইজার ক্রিমটিতে আছে ৩ টি ভিটামিনের মিস্রন যা হল ভিতামিন সি, ই ও বি৫ যা আপনার ত্বকের গভীরে গিয়ে শুষ্ক ত্বক হিল করে । এই ময়েসচারাজার ত্বকের ব্লাক স্পট ও দূর করে। আবার শুষ্ক ত্বকের ভাজ যেমন কনুই, হাটুর শুষ্ক ভাজ দূর করতেও কার্যকরী । জারজেন ‘স আলট্রা হিলিং ময়েসচারাইজার ক্রিমটি ত্বক কে খুব শুষ্কতা থেকে অনেক বেশি আদ্র করে তলে। নিয়মিত ব্যবহারে ত্বকের শুষ্কতা দূর হয়, ত্বকের টেক্সচার ভাল হয় ও শুষ্কতা আবার ফিরে আসে না।
আমার ব্যক্তিগত মতামত হল জারজেন’স আলট্রা হিলিং ময়েসচারাইজার ক্রিমটি এর হাইড্রেড উপাদানের জন্য শুষ্ক ত্বকে হিলিং এর  জন্য খুব ভাল ।

৪) নিভিয়া কোল্ড ক্রিম (Nivea Cold Cream)


নাইট ক্রিমের দাম- ৬০ মিলি. এর মূল্য ১৮০ টাকা।
%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be
রাতে ব্যবহারের জন্য একটি ভাল কোল্ড ক্রিম। অল্প দামের এই ক্রিম টি ত্বক নরম ও ময়েচারাইজ করে। শুষ্ক ত্বকের জন্য এটি একটি ঘন ক্রিম যা সহজেই আপনি আপনার এলাকার দোকানেও খুজে পাবেন।
আমার ব্যক্তিগত মতামত হল  নিভিয়া কোল্ড ক্রিম টি শুষ্ক ত্বকের জন্য খুবই ভাল একটা  ক্রিম  ও  কার্যকরী ক্রিম।

৫) ফেবিনডিইয়া ভিটামিন ই এনরিচড ক্রিম (Fabindia Vitamin E Enriched Night cream)

মূল্য-  ১০০ মিলি. এর মূল্য ৬০০ টাকা।
%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae
এটি একটি ভেসজ নাইট ক্রিম যা শুষ্ক ত্বকের জন্য তৈরি। এটি ভেসজ ও ভিটামিন ই সমৃদ্ধ। শুষ্ক ত্বকের ইরিটেসান দুর করে ও ত্বক সজীব করে।
আমার ব্যক্তিগত মতামত হল ফেবিনডিইয়া ভিটামিন ই এনরিচড ক্রিম  টি শুষ্ক ত্বকের ভাল নাইট ক্রিম এতে কোন সন্দেহ নেই। এর ভেসজ ভিটামিন ই ত্বকের জন্য ভাল।
এখানে আর কিছু ভাল নাইট ক্রিমের নাম দেয়া হল-যাতে আপনারা আপনাদের পছন্দমত বাছাই করতে পারেন –

হিমালয়া রিভাইটালাজিং নাইট  ক্রিম Himalaya Revitalizing Night Cream-৫০ গ্রাম ২৮০ টাকা

%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a7%ab-%e0%a6%9f

নিউট্রেজেনা লাইট নাইট  ক্রিম Neutrogena Light Night Cream -৬৩ গ্রাম ৬০০ টাকা

পন্ডস কোল্ড ক্রিম  -১০০ মিলি. ২২০ টাকা


পরে আমরা তৈলাক্ত ত্বকের নাইট ক্রিম, ছেলেদের তৈলাক্ত ত্বকের ক্রিম, তৈলাক্ত ত্বকের ডে ক্রিম নিয়া আলোচনা করব।

Comments