স্পোর্টস বাইক কেনার আগে :স্পোর্টস বাইকটির ফিচার জানুন




http://productreviewbd.com/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%B8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97%E0%A7%87/

স্পোর্টস বাইক কেনার আগে :স্পোর্টস বাইকটির ফিচার জানুন

স্পোর্টস বাইক কেনার আগে এর ফিচার সম্পর্কে আপনার জানা থাকলে কেনার সময় আপনি স্পোর্টস বাইক সম্পর্কে অনেক বেশী আত্মবিশ্বাসী থাকতে পারবেন আর সহজেই আপনার প্রয়োজনীয় স্পোর্টস বাইক কিনতে পারবেন। স্পোর্টস বাইক মানেই আপনার চোখে ভেসে উঠবে পারফরমান্স, স্পীড আর হ্যান্ডলিং । স্পোর্টস বাইক অন্য স্বাভাবিক বা স্ট্যান্ডার্ড বাইক থেকে আলাদা ।
এটির ইঞ্জিন, স্পীড কন্ট্রোল, টায়ার সবকিছু স্ট্যান্ডার্ড বাইক থেকে একটু আলদা হয়। এখানে আমরা স্পোর্টস বাইক নিয়ে আর এদের ফিচার নিয়ে লিখব।

 টিপস অ্যান্ড ট্রিক্স 

শক্ত ব্রেক-

গেমিং মোটর বাইকে স্পীড যেমন গুরুত্বপূর্ণ তেমনি এটা কে দ্রুত ধীর গতিতে নামিয়ে আনাতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ। তাই স্পোর্টস বাইকের ব্রেকের বেশী ক্ষমতার কার্যকারিতা থাকে এটিকে দ্রতু স্টপ করে ফেলার জন্য।
yamaha-y-zf-r15-version-2-wheel

শক্ত ফ্রেম

আপনি যখন স্পোর্টস বাইক নিয়ে পাহাড়ি বা গেমিং ট্রাক এ থাকবেন তখন এর চেসিস এর উপর অনেক বেশী চাপ পরে । তাই স্পোর্টস বাইকের ফ্রেম খুব শক্ত হয় এটাকে হ্যান্ডল করার জন্য।
Yamaha-YZF-R15s-v2.0-productreviewbd

উচ্চ মাত্রার করনারিং ক্লিয়ারেন্স

স্পোর্টস বাইকের উচ্চ মাত্রার ক্লিয়ারিং থাকার জন্য এর চালকরা কোন টার্ন নেয়ার সময়  সহজেই  নিচু হয়ে যেতে পারে কোন পার্টস  ড্রাগিং করা ছাড়াই।

নিচু হ্যান্ডেলবার

এই হান্ডেলবার সাধারণ আরোহীদের জন্য নয়। এটা উইন্ডি থাকলে এই বাতাস প্রতিরোধের জন্যই চালক ব্যবহার করেন।

এডজাস্টটেবল সাসপেনসান

আলাদা আলাদা রাস্তাই ও চালকের ওজনের উপর ভিত্তি করে স্পোর্টস বাইকের জন্য  এডজাস্টটেবল সাসপেনসান থাকে এই বাইক গুলিতে ।

মিনিমাল সিট  

স্পোর্টস বাইকে আরামের চেয়ে স্পীডকে বেশী গুরুত্ব দেয়া হয়।  তাই স্পোর্টস  মোটর সাইকেল কেনার সময় সিট নিয়ে সবাই খুব বেশী ভাবে না ।

লো প্রোফাইল টায়ার

স্পোর্টস বাইকের টায়র নিচু চওড়া যাতে রাস্তার এটি ভাল পেরফরমান্স দিতে পারে।
%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87

এরোডায়নামিক  বডি ওয়ার্ক  

স্পোর্টস বাইকের স্লিক বডি বাতাসে ভাল প্রতিরোধ গড়ে তোলে আর ড্রাগ কমিয়ে আনে।
sport-bike-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87

শক্তিশালী  ইঞ্জিন

দুই তিন বা চার সিলিন্ডার ইঞ্জিন আর ১৫০০ আর পি এম  সমৃদ্ধ স্পোর্টস বাইক ।
%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8

কমপ্যাক্ট পজিশান

 স্পোর্টস বাইকে চালকের হাত ও পা রাখা হয় শক্ত ভাবে আর শরীর নিচু থাকে আর মাথা থাকে উইন্ড স্ক্রিনের একটু উপরে । এতেই এর রাইডাররা স্পোর্টস বাইককে বেশী কন্ট্রোল করতে পারে। অন্য বাইক চালকেদের কিন্তু এই অবস্থানে ভাল নাও লাগতে পারে কিন্তু স্পোর্টস বাইকের চালকেরা এতেই আরাম ও কার্যকারিতা বেশী পাবেন।
%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f
এবার তাহলে, আপনি  আপনার পছন্দের আর আপনার বাজেটের  স্পোর্টস মোটর বাইকটি কিনে ফেলুন।

Comments