ফেয়ারনেস ক্রিম, জেনে নিন বিখ্যাত ও জনপ্রিয় সব ত্বক ফর্সাকারী ক্রিমের ক্ষতিকারক মারকারি লিস্ট।

ফেয়ারনেস ক্রিম! ত্বক ফর্সাকারী ক্রিম, জেনে নিন বিখ্যাত ও জনপ্রিয় সব ত্বক ফর্সাকারী  ক্রিমের ক্ষতিকারক মারকারি লিস্ট। বিখ্যাত ও জনপ্রিয় কিম্বা নামকরা  প্রসাধনী ব্রান্ড কত বিশেষণ অনেক দামী ভাবছেন এত টাকা দিয়ে কিনছি!!!  আপনি আরও অবাক হবে জেনে যে আপনার প্রিয় সব ব্রান্ডের ক্রিমের মধ্যেই এই ক্ষতিকারক মার্কারি রয়েছে।
তাই যেকোনো ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারে্র আগে ভালোভাবে  এই ক্রিমের উপর তথ্য নিন। এর উপাদান গুলি কি কি আছে দেখুন। ব্যবহারকারিদের সাথে কথা বলুন।
বিজ্ঞাপনের জালে আটকে যাবেন না।
%e0%a6%ab%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac
সবাই আমার আমাদের নিজেদের সুন্দর করতে চাই। সবার আগে চাই মুখের ত্বক ফর্সা আর মসৃণ হোক। কিন্তু ফর্সা হওয়ার নামে আমার আমদের ত্বকে কি লাগাচ্ছি তা অনেক সময় খেয়াল করি না। এসব অনেক ক্রিমে এমন সব উপাদান আছে, যা আপনার ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। শুধু আপনার ত্বকে নয় এসব  উপাদান আপনার শরীরের জন্য অনেক বেশী মারাত্মক।
অনেক সময় দেখা যায় যে ত্বক ফর্সাকারী  ক্রিম হয়ত আপনার ত্বক খুব দ্রুত ফর্সা করা তুলছে কিন্তু কয়েকদিন পরেই আপনার ত্বক জৌলুস হারাচ্ছে। ত্বকে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে।
আজ আমরা লিখব মার্কারি নিয়ে যা ক্রিমগুলিতে পাওয়া যায় (ছেলেদের ফেয়ারনেস ক্রিম, ফেয়ারনেসনাইট ক্রিম, Day cream) অনেক সময়। বাজারে যেসব রঙ ফর্সাকারী ক্রিম রয়েছে তাতে কিছুটা মার্কারি রয়েছে যা ডারমো কেয়ার গাইডে বলা হয়েছে।
মার্কারি আপনার শরীরের অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র, প্রজননতন্ত্র ও রোগ প্রতিরোধ ক্ষমতা র উপর মার্কারির দুষিত প্রভাব অনেক।  মার্কারি দিয়ে তৈরি পিজারভেটিভ থিমারসল যা ত্বক অতি সহজেই শুষে নেয়।  কিন্তু আপনি আপনার ফেয়ারনেস ক্রিমে এই থিমারসল উপাদানটি দেখতে পাবেন না।
একটা এনজিও পরিচালিত গবেষণায়  তারা একটি তালিকা প্রকাশ করেছে যে কোণ ক্রিমে (ছেলেদেরফেয়ারনেস ক্রিম, ফেয়ারনেস নাইট ক্রিম, Day cream) কতটুকু মার্কারি আছে। আপনি আরও অবাক হবে জেনে যে আপনার প্রিয় সব ব্রান্ডের ক্রিমের (ছেলেদের ত্বক ফর্সাকারী ক্রিম) মধ্যেই এই মার্কারি রয়েছে।
সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট পরিচালিত গবেষণায় দেখা গেছে যা, ৪৪% ফেয়ারনেস ক্রিমের মধ্যে (ছেলেদের ত্বক ফর্সাকারী ক্রিম) মার্কারি রয়েছে। কিন্তু কসমেটিক্স ও ড্রাগ আইনে  যদিও মার্কারির ব্যবহার নিসিদ্ধ করা হয়েছে।
মার্কারি উপাদান হিসেবে পণ্যের উপাদান তালিকায় থাকে না। তাই উপাদান তালিকা পরীক্ষা করে কিছু জানা যায় না। তাই আমাদের ঘরোয়া পদ্ধতির উপাদানের মাধ্যমে ত্বকের যত্ন নেয়াই শ্রেয় ।

ফেয়ারনেস ক্রিম, জেনে নিন বিখ্যাত ও জনপ্রিয় সব ত্বক ফর্সাকারী ক্রিমের ক্ষতিকারক মারকারি লিস্ট।

উপরোক্ত গবেষণার ফলাফলের তালিকা যে কোণ ক্রিমে কতটুক মার্কারি রয়েছে

এই দৈনিক কততুকু ব্যাবহার হয় এই হিসাব  ঃ USEPA oral Reference Dose (RfD) of 0.0003 mg/kg-day of HgCl2 which translates into an ADI for a 50 kg person as 0.015 mg.
নামমার্কারির পরিমান(পিপিএম)আপনি যদি প্রতিদিন ২গ্রাম ক্রিম লাগান তাহলে কত শতাংশ মার্কারি তাতে থাকে
এরোমা ম্যাজিক ফেয়ার লোসান১.৯৭৩৬.৪%
ওলে ন্যাচারাল হোয়াইট১.৭৯৩৩.১%
পন্ডস হোয়াইট বিউটি১.৩৬২৫.২%
লোটাস কোকো ফেয়ার ক্রিম০.৮১১৫%
ফেয়ার এন্ড লাভলি এন্টি মার্কস০.৭৩১৩.৫%
ল’ রিয়েল পার্ল  ইফেক্ট০.৭০১২.৯%
রেভলন টাচ এন্ড গ্লো0.২৫৪.৬%
বায়োটিক বায়ো কোকোনাট০.২৪৪.৪%
গারনিয়ার মেন পাওয়ার লাইট০.২৪৪.৪%
ভিভেল একটিভ ফেয়ার০.২৩৪.৩%
 ইমানি মালয় কেসার কোল্ড ক্রিম০.২২৪.১%
ল্যাকমে পারফেক্ট
রেডিয়েন্স
০.১৯৩.৫%
ভি এল সি সি
এনব্রাইটেন (সান ডিফেন্স )
০.১১২%
ফেয়ার এন্ড লাভলি আয়ুরভেদিক কেয়ার০.১১.৮%
গারনিয়ার স্কিন ন্যাচারাল, লাইটপাওয়া যায়নি
ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ার নেসপাওয়া যায়নি
ফেয়ার ওয়ান শাহনায হুসেইনপাওয়া যায়নি
নিউট্রেজেনা ফাইন ফেয়ার নেসপাওয়া যায়নি
লোটাস হোয়াইট গ্লোপাওয়া যায়নি
নিভিয়া স্প্রাক্লিং গ্লোপাওয়া যায়নি
ল্যাকমেপাওয়া যায়নি
লোটাস মাইক্রো ইমালসানপাওয়া যায়নি
 লোটাস ফেয়ার জেলপাওয়া যায়নি
হিমালয়া হারবাল ফেয়ারনেস ক্রিমপাওয়া যায়নি
জভিস পার্ল হোয়াটেনিং ক্রিমপাওয়া যায়নি
ফেয়ার এন্ড লালি ম্যাক্স ফেয়ারনেসপাওয়া যায়নি
ইনামি ফেয়ার এন্ড হ্যা্নডসামপাওয়া যায়নি
ল’রিয়েল মেন এক্সপার্টপাওয়া যায়নি
ভেজলিন মেন ফেইসপাওয়া যায়নি

Comments