ওয়ালটন প্রিমো আরএক্স ৫ (Walton Primo RX5)

ওয়ালটন প্রিমো আরএক্স ৫


ওয়ালটন নতুন মোবাইল, ওয়ালটন প্রিমো আর এক্স ৫ (Walton Primo RX5) হল ওয়ালটন এর ২০১৬ সালের নুতন মোবাইল যা তারা বাজারে ছাড়বে । ওয়ালটন মোবাইল ইতিমধ্যে ওয়ালটন প্রিমো এক্স ৪  স্মার্ট ফোনটি বাজারে ছেড়েছে। এছাড়া তারা সফলতার সাথে বাজারে এনেছে ওয়ালটন প্রিমো জি এইচ ৬, ওয়ালটন মোবাইল প্রিমো এনএফ ২, ওয়ালটন মোবাইল আর ৪, ওয়ালটন মোবাইল প্রিমো সি ৪ ।
ওয়ালটন মোবাইলের দাম সাধারন ক্রেতার কাছে একটি উল্লেখযোগ্য বিষয় কারণ ওয়ালটন মোবাইল এর দাম অন্যান্য যেকোনো ব্র্যান্ড এর মোবাইলের দাম  এর দাম চাইতে সহনশীল ও তুলনামূলক ভাবে সত্যি কম।
বাংলাদেশের ক্রেতাদের জন্য ওয়ালটন ফোনের দাম সাশ্রয়ী এবং এই ফোনের অনেক ফিচার রয়েছে। কিন্তু এটা ঠিক যে অন্যান্য মোবাইলের সাথে তুলনীয়ভাবে উচ্চ মূল্যের কারনে ওয়ালটন মোবাইল প্রিমো জেড এক্স ২ মিনি খুব বেশী সাড়া পায়নি বাজারে ।
ওয়ালটন মোবাইল রিভিউ পড়ুন

ওয়ালটন মোবাইলের মূল্যঃ(Walton Primo RX5)

ওয়ালটন প্রিমো আর এক্স ৫ঃ স্থানীয় রাজারে আমরা আশা করছি যে ওয়ালটন প্রিমো আর এক্স ৫ এর মূল্য  কম হবে । ওয়ালটন প্রিমো আর এক্স ৫ বাজারে আসবে  ২০১৬ এর অগাস্ট মাসে ।
ওয়ালটন মোবাইলের দাম (Walton Primo RX5)

৳12,290.00

যে যে রঙ্গে পাওয়া যাবে ওয়ালটন প্রিমো আর এক্স ৫ – (Walton Primo RX5)

ওয়ালটন   ফোন তিনটি রঙ্গে পাওয়া যায় -সেগুলি হল গ্রে, গোল্ডেন আর সাদা ।

ডিজাইন

ওয়ালটন  প্রিমো আর এক্স ৫ এর বডি হল মেটালের আর এটি ৫ ইঞ্চি সম্পূর্ণ হাই ডেফিনেসান রিজুলেসান এর  ১২৮০ বাই ৭২০ বাই  ও ২.৫ ডি কার্ভ গ্লাস । এর রয়েছে চতুর্থ  প্রজন্মের গরিলা গ্লাস প্রতিরক্ষা । এর ধাতব ফ্লোয়িং লাইন ডিজাইন এটাকে অনেক বেশী আধুনিক করেছে।
  •        ধাতব ফ্রেমে এর ধাতব বডি যা ধরতে খুব আরাম ফিল হবে।
  •        আধুনিক ডিজাইন দেখতে চমৎকার।
  •        এর বডি মাত্র ৮.৫ মিমি. পাতলা।
  •        আর ফিল টাচ খুবই উচ্চমানের।

হার্ডওয়ার ও কার্যকারিতা

ওয়ালটন  প্রিমো আর এক্স ৫ আছে সাথে আছে এর ৩ জিবি রেম যার রয়েছে ৬৪ বিট,  ১.৩ গিগা হার্ডজ অক্টা কোর প্রসেসর।   কিন্তু ওয়ালটন  প্রিমো এক্স ৪ ছিল ৪ জিবি রেম যার সাথে  ১.৮ গিগা হার্ডচজ প্রসেসর।
অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্টের মধ্যে আছে ১৬ জিবি রম, যা আপনি ১২৮ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। এন্ড্রয়েড ভি৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম সাথে ৪ জি সংযোগ সক্ষমতা আর ওটিজি।
http://productreviewbd.com/%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%9F%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8B-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%8F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8-%E0%A7%AB-walton-primo-rx5/

ক্যামেরা-ওয়ালটন (ওয়ালটন অ্যান্ড্রয়েডওয়ালটন অ্যান্ড্রয়েড) স্মার্ট ফোন –

ওয়ালটন  স্মার্ট ফোনে (ওয়ালটন অ্যান্ড্রয়েড) আছে পিছনের দিকে ১৩ মেগা পিক্সেল এর ক্যামেরা যা এলইডি ফ্লাসসমৃদ্ধ আর ৫ মেগাপিক্সেল বিএসআই সেলফি শুটার । আরও আছে সম্পূর্ণ হাই ডেফিনাসান  এফ/ ২.২ এপেচার ভিডিও  রেকর্ডিং।
পিছনের ক্যামেরার অনেক শুটিং মোড যেমন নরমাল, প্রফেসানাল  ক্যামেরা , ফেইস বিউটি । এইচডি আর পেনোরমা।
এতে রয়েছে ৬৫ মেগা পিক্সেল ক্যামেরা রিজুলেসান সাথে আলট্রা পিক্সেল মোড ।
সামনের ক্যামেরাঃ  বিএসআই ৫ মেগা পিক্সেল সামনে এলইডি ফ্ল্যাশ লাইট এপেচার -এফ/২.২ এবং শুটিং মোড গুলি হল -ম্যাজিক ফোকাস, ফেইস বিউটি , জিআইএফ, ফোটো মোড।

মাল্টি মিডিয়া ও গেমিং-

Comments