ইস্ত্রি পরিষ্কার করার ৬টি দুর্দান্ত পদ্ধতি
প্রত্যেকেই ফ্রেশ ইস্ত্রি ও সতেজ কাপড়ের ছোঁয়া পছন্দ করে, বিশেষত কোন বিশেষ দিনগুলোতে। ছুটির দিনগুলো থেকে শুরু করে সব ধরনের আয়োজন ও সামনের দিনগুলোতে আসা বিয়ের অনুষ্ঠানে আমাদের বাড়ীতে থাকা ইস্ত্রির বাক্সগুলো খুব কাজে লাগে।
কিন্তু ইস্ত্রি পরিষ্কার করা এবং ইস্ত্রির বাক্সগুলোর পরিচর্যা করা খুবই জরুরী। আমরা আমাদের গবেষণা থেকে ইস্ত্রি পরিষ্কার করার ৬টি দুর্দান্ত পদ্ধতি বের করেছি যেন আপনি আপনার বাড়ীতে থাকা ইস্ত্রির বাক্সগুলোর পরিচর্যা করতে কোন সমস্যার সম্মুখীন না হন।
১. ইস্ত্রির বাক্সগুলোকে মোটা লবণ দিয়ে রক্ষণাবেক্ষণ করুনঃ
আপনার ইস্ত্রির বোর্ডটিকে পুরাতন কটন বেডশীট দিয়ে মুড়িয়ে এর উপর এক চা চামচ লবণ চিটিয়ে দিন। ইস্ত্রি পরিষ্কার রাখার জন্য এটি হল এমন একটি পদ্ধতি যা ধাতব অংশটির উপরিভাগ সম্পূর্ণরুপে পরিষ্কার রাখা সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে।
ইস্ত্রির বাক্সের সর্বোচ্চ অংশে থাকা বেডশীটটিকে মোটা লবণসহ ইস্ত্রি করুন। এতে ময়লাগুলো লবণের সাথে উঠে আসবে। নিশ্চিত হোন যে, পানির ধারকে কোন পানি জমে নেই এবং এটি সম্পূর্ণ শুকনা কিনা।
২. সাদা ভিনেগার দিয়ে ইস্ত্রি পরিষ্কার করার পদ্ধতিঃ
ভিনেগার নিশ্চিতভাবে সব ধরণের ঘরোয়া জিনিসের জন্য একটি আশীর্বাদ, এবং এটি ব্যবহার করার জন্য অজস্র পদ্ধতি রয়েছে। ইস্ত্রির বাক্স রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, ভিনেগারকে অদানাদার লবণের সাথে মিশান এবং যতক্ষণ পর্যন্ত না এগুলো দ্রবীভূত হচ্ছে ততক্ষণ পর্যন্ত গরম করতে থাকুন।
তারপর, একটি নরম কাপড় দিয়ে ইস্ত্রির ধাতব অংশটি পরিষ্কার করে মুছুন। এর গন্ধ খুব বাজে হলেও খুব ভালভাবে পরিষ্কার হবে।
http://productreviewbd.com/%E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AC%E0%A6%9F/
Comments
Post a Comment