সাধ্যের মাঝে মোবাইল কিনতে ৫০০০ টাকাই যথেষ্ট। বর্তমানে বাজারে স্বল্প দামে মোটামুটি ভাল মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে যা ব্যাবহার করে আপনি অন্যান্য দামি স্মার্টফোনের মত অনেক সুবিধায় উপভোগ করতে পারবেন। আপনি কি ৫০০০ টাকা বাজেটের মাঝে ভাল স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন। ক্রেতার সাধ্য অনুযায়ী ভাল স্মার্টফোন পাওয়ার জন্য আমরা বিভিন্ন রিসার্চ করে ৫০০০ টাকা বাজেটের মাঝে সেরা ১০টি স্মার্টফোন নির্বাচন করেছি। আশাকরছি এতে করে স্মার্টফোন খুঁজে বের করার সময়টুকু হলেও বাঁচানো সম্ভব।
ওয়াল্টন প্রিমো ই৭+ (walton primo E7+)
এটি সদ্য বের হওয়া একটি অসাধারণ স্মার্টফোন। এটি প্রথম বাজারে আসে অত্র বছরের মার্চ মাসে।স্মার্টফোনটিতে আপনি পাচ্ছেন ৮ গিগাবাইট ইন্টার্নাল মেমোরি এবং ১ গিগাবাইট র্যাম। ফোনটি ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি সাপোর্ট করে। স্মার্টফোনটিতে কোয়াডকোর প্রসেসর ব্যাবহার করা হয়েছে এবং এর ব্যাটারি ২০০০ মিলি এম্পিয়ার ক্ষমতা সম্পন্ন। এটির ডিসপ্লে ৪.৫ ইঞ্চি এবং এন্ড্রোয়েড ভার্সন ললিপপ ৫.১ ব্যাবহৃত হয়েছে।
Walton primo E7+ mobile specification
Memory:RAM: 512 MB, Rom: 8GB
Display: 4.5 inch FWVGA
Battery: 2000 mAh Li-ion battery
memory slot: Upto 32 GB
বর্তমান বাজার মূল্যঃ ৪৫৫০ টাকা।
ওয়াল্টন প্রিমোই৭+ ফোনটি কেন কিনবেন?
আপনি যদি দামের তুলনায় বিশ্লেষণ করে দেখেন তাহলে এই ফোনটির প্রসেসর, র্যাম ও ব্যাটারি বর্তমান বাজারের একটি ৮০০০ টাকা মূল্যের স্মার্টফোনে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনি যদি এইসব দিক বিবেচনা করে কোন মোবাইল খুঁজে থাকেন তাহলে এই ফোনটি কিনতে পারেন।
সিম্ফনি এক্সপ্লোরার ভি৪৫ (Symphony Xplorer v45)
http://productreviewbd.com/%E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A7%A7%E0%A7%A6/এটি ৫০০০ টাকা বাজেটের মাঝে এটি সিম্ফনির একটি অন্যতম স্মার্টফোন। এর ডিসপ্লে ৪.৫ ইঞ্চি টিএফটি। ফোনটিতে ৫১২ এমবি র্যাম এবং ৪ গিগা বাইট রম রয়েছে। এর পিছনের ক্যামেরা ৫ মেগা পিক্সেল এবং সামনের ক্যামেরা ২ মেগা পিক্সেল। স্মার্টফোনটির প্রসেসর ডুয়েল কোর ১.০ গিগাহার্টজ এবং মালি ৪০০ গ্রাফিক্স প্রসেসর ব্যাবহৃত হয়েছে। এর অপারেটিং সিস্টেম ভার্সন কিটকেট ৪.৪.২ এবং ৩২ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি সাপোর্ট করে। আপনি যে কোন অপারেটরে ২ টি সিম স্মার্টফোনটিতে ব্যাবহার করতে পারবেন।
Comments
Post a Comment