মেয়েদের রূপচর্চায় ওয়েল’স এর ক্যাস্টর ওয়েল দারুণ একটি পণ্য ।http://productreviewbd.com/%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B8/
এই ক্যাস্টর অয়েল চুল, চোখের পাপড়ি বা আইভ্রু ঘন ও নুতন করে গজানোর জন্য দারুণ কার্যকরী । মেয়েদের রূপচর্চায় ওয়েল’স এর ক্যাস্টর ওয়েল একটি ভেজিটেবল অয়েল যা ক্যাস্টর বীজ থেকে তৈরি হয়।এটিকে আমরা রেড়ির তেলও বলতে পারি।
http://productreviewbd.com/%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B8/
খাঁটি ক্যাস্টর অয়েল এ মূলত কোন রঙ থাকে না , হালকা হলদেটে রঙের আর হালকা খুবই হালকা ঘ্রান যুক্ত এবং এর কোন স্বাদ নেই ।
ওয়েল’স এর ক্যাস্টর অয়েলের বিবরণ
চুল পড়া রোধে এটি ব্যবহার করা যায় এবং এর সাথে অন্য কিছু মেশানর দরকার নেই।
হাতের তালুতে একটু তেল নিয়ে চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত লাগাতে হবে যেভাবে আপনি আপনার অন্য ম্যাসাজ অয়েল লাগান এবং ভালোভাবে ম্যাসেজ করতে হবে ।
লক্ষ্য রাখুন তেলের পরিমাণ যাতে বেশী না হয় কারণ এটি একটু ঘন তাই বেশী লাগালে পরিষ্কার করা দুস্কর হয়ে পড়বে ।
চুলে তেলটি ১৫-২০ মিনিট রাখুন এরপর কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলে শ্যাম্পু করুন।
এছাড়া, এই তেল মাথায় ম্যাসেজ করে সারা রাত রাখুন এবং সকাল বেলা শ্যাম্পু করুন।
তেল যাতে আপনার বালিসে বা বিছানার চাদরে না লাগে সেজন্য আপনার চুল একটি কটন নরম টাওয়েল দিয়ে ঢেকে রাখুন ।
আপনি এই তেল অন্য কোন কিছুতে মিশিয়েও ব্যবহার করতে পারেন যেমন পেপারমিন্ত এর সাথে আরও বেশী কার্যকরীতা পাওয়ার জন্য।
Comments
Post a Comment